Dev | Lok Sabha Election 2024: ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করতে আরেকবার জন্ম নিতে হলে নেব!: দেব
নির্বাচনী প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিরন প্রসঙ্গে দেব বলেন, ‘এটা রাজনীতির ভাষা। ও নিজে খড়্গপুরের রাস্তা ঠিক করতে পারছে না। সেটা তো আমায় বলে লাভ নেই। আমার মনে হয় মানুষ তো জানে, কে ভালো কে খারাপ। কে কাজ করে বা কে কাজ করে না। আমার হিরণকে নিয়ে ভাবা-বলাটা, আমার মনে হয় আমার সময়টা নষ্ট হবে। তার চেয়ে ভালো মানুষের কাছে যাই মানুষের কথা বলি। সেটা আমাদের কাছে বেশি লাভ হবে’।
ই গোপী: ‘ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করার জন্য আর একবার জন্ম নিতে হলে নেব’, সবংয়ে ভোট প্রচারে এসে মন্তব্য দীপক অধিকারীর।
আজ পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ভেমুয়া অঞ্চলের শ্যামসুন্দরপুর এলাকায় নির্বাচনী প্রচার করতে এসে মঞ্চে দাঁড়িয়ে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী দীপক অধিকারী বলেন, ‘আমি পার্লামেন্টে বক্তৃতা দিতে গিয়ে ভেবেছিলাম এটাই আমার শেষ বক্তৃতা পার্লামেন্টের মধ্যে। টাটা বাই বাই বলে চলে যাচ্ছিলাম। কিন্তু দিদি এবং অভিষেক বাবু দু’জনে যেই প্রস্তাবটা দিলেন। আমি বললাম যদি ঘাটাল মাস্টার প্ল্যান হয় তাহলে আমি সঙ্গে আছি। তখনই সঙ্গে সঙ্গে দিদি, হ্যাঁ বললেন। এটা কোনও কংগ্রেস, তৃণমূল, সিপিএম-বিজেপির সমস্যা নয়। এটা ঘাটাল লোকসভা কেন্দ্রের মধ্যে যারা যারা আছেন। বিশেষ করে সবং-এর যে জায়গাগুলো বন্যা কবলিত হয়। যে জায়গাগুলো বন্যায় ডুবে থাকে, সেখানকার মানুষ বুঝতে পারবে ঘাটাল মাস্টার প্ল্যান কতটা জরুরী’।
তিনি আরও বলেন, ‘সেই জন্য আমার মনে হল যে এর জন্য যদি আরেকটা জন্ম নিতে হয়, আমি ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করার জন্য আবার জন্ম নেব’।
আরও পড়ুন: Baidyabati: গার্ডেন রিচের আতঙ্ক উসকে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ি!
সভা থেকে দেব বলেন, ‘আমি হয়তো এতটা রাজনীতি বুঝিনা, তবে আমি এইটুকু বুঝি ঘাটাল মাস্টার প্ল্যান মানুষের জন্য কতটা জরুরি। এটা ১৯৫০ সালের সমস্যা নয়। এটা স্বাধীনতার আগের সমস্যা। কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানের নামটা যখন আমাদের সার্ভে হয়েছিল তখন নামটা দেওয়া হয়েছিল। তবে থেকে আমরা জানি ঘাটাল মাস্টার প্ল্যান। এটা আমাদের ১০০ থেকে ১৫০ বছরের সমস্যা। সেই সমস্যার সমাধান হতে চলেছে দিদির হাত ধরে। আমার মনে হয় যারা যারা আলোচনা করছে ঘাটাল মাস্টার প্ল্যান হবে কি হবেনা। এটা জুমলা, এটা ভোটের আগে প্রতিশ্রুতি দিতে হয়। আমি আপনাদের এইটুকু বলব যে আমি দিদিকে বিশ্বাস করি, দিদির প্রত্যেকটি কথাকে বিশ্বাস করি। দিদি নিজেই আরামবাগে দাঁড়িয়ে থেকে বলেছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান হবে। আমি জানি এই প্ল্যান করতে অনেকটা সময় লাগবে। কিন্তু আগে শুরু তো হোক’।
আরও পড়ুন: Penguin Post Office: সারাদিন ধরে শুধু পেঙ্গুইন গুনে যেতে হবে, এটাই চাকরি! করবেন?
সভা থেকে দেব প্রশ্ন তোলেন, ‘সত্যিই কোন সরকার কোন মুখ্যমন্ত্রী এটা করার জন্য ভাবছে। ভোট নিয়ে তিনি পালিয়ে যাচ্ছেন না তো। আমি এতেই খুশি কাজটা শুরু হবে। আমি হার জিত নিয়ে বিশ্বাসী নয়, আমার মনে হয় যে মানুষ বোঝেন। আপনারা বোঝেন কোন ছেলেটা ভালো, কোন পার্টিটা ভালো। কোন নেতা ভালো, কোন নেতা ভালো নয়। আপনাদের যদি মনে হয় আমাদের নেতা বা আমি ভালো কাজ করে থাকি। তো আপনারা পাশে থাকবেন। এবং আপনারা জানেন ২৫ মে কাকে ভোটটা দিতে হবে’।
নির্বাচনী প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিরন প্রসঙ্গে দেব বলেন, ‘এটা রাজনীতির ভাষা। ও নিজে খড়্গপুরের রাস্তা ঠিক করতে পারছে না। সেটা তো আমায় বলে লাভ নেই। আমার মনে হয় মানুষ তো জানে, কে ভালো কে খারাপ। কে কাজ করে বা কে কাজ করে না। আমার হিরণকে নিয়ে ভাবা-বলাটা, আমার মনে হয় আমার সময়টা নষ্ট হবে। তার চেয়ে ভালো মানুষের কাছে যাই মানুষের কথা বলি। সেটা আমাদের কাছে বেশি লাভ হবে’।
দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)