ওয়েব ডেস্ক: এখনও জলমগ্ন ঘাটাল, দাসপুর আর চন্দ্রকোণার বহু এলাকা। এখনও জলবন্দি বহু মানুষ। এর মধ্যেই বানভাসি ঘাটালের পরিস্থিতি পরিদর্শন করলেন সাংসদ, অভিনেতা দেব।  সংসদে ঘাটাল মাস্টার প্ল্যানের বিষয়টি তোলার আশ্বাস দিয়েছেন তিনি। নতুন করে জল না বাড়লেও ঘাটালের পরিস্থিতির তেমন কোনও উন্নতি হয়নি। এখনও বহু এলাকা জলের তলায়। ত্রাণ শিবিরে দিন কাটছে বন্যা দুর্গতদের। রবিবার বর্জ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়। দাসপুরের চাঁইপাট এলাকায় এখনও একতলা বাড়ি ডুবে রয়েছে।রবিবার বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন এলাকার সাংসদ। অভিনেতা দেব।ত্রাণ, নদীবাঁধ মেরামতি নিয়ে ঘাটালের মহকুমা শাসকের দফতরে বৈঠক করেন তিনি। ঘাটাল মাস্টার প্লানের বিষয়টি নতুন করে সংসদে তোলার আশ্বাস দিয়েছেন দেব।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ভাঙড়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু আরাবুল ঘনিষ্ঠ তৃণমূল নেতার


কিছু কিছু এলাকায় জল নেমে গেলেও চন্দ্রকোণার বহু গ্রাম এখনও জলমগ্ন।  কুলদহ, মনোহর পুকুর, পাইকপাড়ার মতো গ্রামগুলি এখনও কার্যত জলের তলায়। নৌকা করে পাঠানো হচ্ছে ত্রাণ। কবে এই পরিস্থিতি থেকে মুক্তি মিলবে সেটাই এখন প্রশ্ন এলাকাবাসীর।নতুন করে যাতে কোনও বিপত্তি না হয়, তার জন্য বাধ মেরামতির কাজ শুরু হয়েছে প্রতাপপুরে। জোর কদমে চলছে কাজ। (ছবিটি পুরনো)


আরও পড়ুন  বন্যার জল নামতেই বেরিয়ে এসেছে রাস্তার কঙ্কালসার চেহারা