নিজস্ব প্রতিবেদন: সাংসদ দিব্যেন্দু অধিকারীর গাড়িতে ধাক্কা মারল লরি। বরাত জোরে রক্ষা পেলেন তিনি। তবে, গাড়িটি যথেষ্ট ক্ষতি হয়েছে খবর। রাতে দুর্ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুরে, জাতীয় সড়কে। ঘাতক লরিটি ধরা যায়নি। চালকও পলাতক। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কীভাবে দুর্ঘটনা ঘটল? জানা গিয়েছে, এদিন রাতে তমলুক থেকে সড়কপথে কাঁথিতে ফিরছিলেন সাংসদ দিব্যেন্দু অধিকারী। তাঁর গাড়িটি তখন চণ্ডীপুরের কাছে। জাতীয় সড়কে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান লরির চালক। লরিটি ধাক্কা মারে সাংসদের গাড়িতে। তবে, দিব্যেন্দু তেমন কোনও আঘাত লাগেনি। তিনি অক্ষতই আছেন। দুর্ঘটনা পর কাঁথির বাড়িতেও ফিরেছেন। তবে, গাড়িটি যথেষ্ট ক্ষতি হয়েছে। 


আরও পড়ুন: Siliguri SI: ভবঘুরে মহিলার লজ্জানিবারণ করে রাতারাতি 'আদর্শ' পুলিসকর্মী


উল্লেখ্য, খাতায়-কলমে দিব্যেন্দু অধিকারী তৃণমূল সাংসদ এখনও। তবে শুভেন্দু বিজেপি যোগ দেওয়ার পর, দলের সঙ্গে দূরত্ব বেড়েছে। এমনকী, বিধানসভা ভোটের আগে নন্দীগ্রামে গেরুয়াশিবিরের কর্মীদের সঙ্গে সামাজিক অনুষ্ঠানে দেখা দিয়েছিল দিব্যেন্দুকেও। তাঁকে নিয়ে জল্পনা বেড়েছিল রাজনৈতিক মহলে। 


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)