Firhad Hakim: `রেখাকে কুকথা বলিনি`, সাফাই ফিরহাদের?
Firhad Hakim: রাজ্য পুলিসের ডিজি-কে নির্দেশ দিয়েছিল জাতীয় মহিলা কমিশন। তদন্ত শেষে ৩ দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে রাজ্যের মুখ্যসচিব এবং রাজ্য পুলিসের ডিজিকে। কিন্তু তার আগেই ইউ টার্ন ফিরহাদের। যদিও ফিরহাদের এইরকম মন্তব্য নিয়ে বিরোধীরা দাবি করেন, যে দলের দলনেত্রী একজন মহিলা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কুকথা বিতর্কে সটান ইউ টার্ন ফিরহাদের। রেখা পাত্র অতন্ত্য ভদ্র মহিলা, বিজেপির উদেশ্যে সেই কথা বলেছিলেন বলে দাবি ফিরহাদ হাকিমের। পাশাপাশি ফিরহাদ হাকিম আরও বলেন, মহিলাদের অসম্মান কেন করব? প্রবল সমালোচনার মুখে সাফাই ফিরহাদ হাকিমের। প্রসঙ্গত, একদিন আগে হাড়োয়ায় উপনির্বাচনের প্রচারে গিয়ে বিজেপি নেত্রী রেখা পাত্রকে নিয়ে প্রকাশ্য জনসভা থেকে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ ওঠে ফিরহাদের বিরুদ্ধে। যা নিয়ে তোলপাড় চলছে রাজনৈতিক মহলে।
আরও পড়ুন: Malda: মোবাইল গেমে তীব্র আসক্তি! বাবা-মা বকাবকি করতেই, ছেলে যে ভয়ংকর কাণ্ড করে বসল...
ফিরহাদ হাকিমের মন্তব্য নিয়ে তদন্ত করার জন্য রাজ্যের মুখ্যসচিব এবং রাজ্য পুলিসের ডিজি-কে নির্দেশ দিয়েছিল জাতীয় মহিলা কমিশন। তদন্ত শেষে ৩ দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে রাজ্যের মুখ্যসচিব এবং রাজ্য পুলিসের ডিজিকে। কিন্তু তার আগেই ইউ টার্ন ফিরহাদের। যদিও ফিরহাদের এইরকম মন্তব্য নিয়ে বিরোধীরা দাবি করেন, যে দলের দলনেত্রী একজন মহিলা। যে দলের স্লোগান 'বাংলা নিজের মেয়েকে চাই', কীভাবে ফিরহাদ এইসব কথা বলতে পারেন তিনি।
আরও পড়ুন: Burdwan Medical College: বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে ১০ জন ডাক্তারের সাসপেনশন হাইকোর্টে স্থগিত!
নিজের সাফাইয়ে ফিরহাদ হাকিম বলেন, "রেখা পাত্র তাঁকে ভদ্রমহিলা বলে সম্বোধন করি। তারপর বলেছি ৩ লাখ ভোটে হেরে গিয়েও হেরো মাল অর্থাৎ বিজেপি। তারা ফেঁসে গিয়েছে। যদি কারোর যদি লেগে থাকে মনে, আমি তার জন্য অত্যন্ত দুঃখিত। কোন নারীকে আমি অসম্মান করব, সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনা।"