নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবার থেকে খুলল দিঘা পর্যটন কেন্দ্র। খুলছে শঙ্করপুরও। দিঘা হোটেলিয়ার্সে অ্যাসোসিয়েশন  বুধবার একটি  বৈঠক করেন। সেখানেই তাঁরা সরকারি গাইডলাইন মেনে হোটেল খোলার সিদ্ধান্ত নেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রেস্টুরেন্টও খোলা হবে। সেখানে বজায় রাখা হবে সামাজিক দূরত্ব। বেশিরভাগ ক্ষেত্রে রুম সার্ভিস দেওয়ার উদ্যোগ নিয়েছে হোটেলগুলি। সরকারি নিয়ম বিধি মেনে ৩০ শতাংশ  কর্মচারী নিয়ে হোটেল চালু হবে। মাস্ক,,স্যানিটাইজার ব্যবহার করা হবে।


প্রতিটি হোটেলে ৫০ শতাংশ রুম ভাড়ায় ব্যবহার করা হবে। পর্যটন শহর খোলার সঙ্গে নজরদারি থাকবে দিঘা প্রশাসনের। সজাগ থাকবে স্বাস্থ্য দফতরও। কারোর শরীর খারাপ হলে অ্যাশোসিয়েশনের উদ্যোগে সবরকম সাহায্য করবে এই পর্যটককে।
কোনও কর্মী অসুস্থ হলে তার দায়ভারও নেবে হোটেল রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। হোটেলে ঢোকার আগে থার্মাল স্ক্যানিং করে ঢুকতে দেওয়া হবে।


আরও পড়ুন: এবারের বর্যায় পাতে কাড়ি কাড়ি ইলিশ! বেজায় সস্তায় মিলবে এক থেকে দেড় কেজির মাছ.. কবে থেকে জেনে নিন
প্রাথমিকভাবে ৪০ শতাংশ টোটেল স্যানিটাইজড করা হয়েছে। বাকি হোটেলগুলি ধীরে খুলবে। প্রায় ২০০ টি হোটেল ধীরে ধীরে খুলছে। তবে সমুদ্রে স্নানের ওপর আপাতত নিষেধাজ্ঞা রয়েছে।