নিজস্ব প্রতিবেদন: সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা ছিল রবিবার সকাল থেকেই। জারি ছিল হলুদ সংকেতও। বিপত্তি ঘটল এর মাঝেই। দিঘার সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক পর্যটক। আশঙ্কাজনক অবস্থায় আরও ২ পর্যটককে দিঘার হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিউ দিঘার সমুদ্রে ঘটনাটি ঘটেছে রবিবার সকালে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


শনিবার স্ত্রী আশুরা বিবির সঙ্গে দিঘায় বেড়াতে এসেছিলেন বর্ধমানের বাসিন্দা শেখ মানিক। এদিন সকালে সমুদ্রে স্নান করতে নামেন তাঁরা। হঠাৎই সমুদ্রের জল বেড়ে যাওয়ায় তলিয়ে যেতে থাকেন স্বামী-স্ত্রী। চিৎকার শুনে ছুটে এসে স্থানীয়রা আশুরা বিবিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তবে শেখ মানিকের কোনও খোঁজ মেলেনি এখনও। তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।


আরও পড়ুন: বাড়ি কিনতেই ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চেয়ে হুমকি! কাঠগড়ায় প্রাক্তন তৃণমূল পুরপ্রধান


অন্যদিকে, এ দিন ঘটনার সময়ে সমুদ্রে স্নান করছিলেন হাওড়া উলুবেড়িয়ার বাসিন্দা সৌরভও। উত্তাল সমুদ্র থেকে উদ্ধার করে তাঁকেও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়ছে। পুলিস সূত্রে খবর, অন্যান্য় দিনের তুলনায় আজ সমুদ্রের জল বেড়ে গিয়েছিল। পাশাপাশি ঢেউ বেশি থাকার কারণেই এই বিপত্তি বলে জানিয়েছেন পুলিস।