নিজস্ব প্রতিবেদন: ফের এবার খোলা মঞ্চ থেকে প্ররোচনামূলক বক্তব্য রাখলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে গোবলয়ে বিজেপির গো-হারের পর দিন সেসব শোনার জন্য তেমন লোক ছিল না। মাঠ ফাঁকা হলেও গলার ঝাঁঝ কমেনি দিলীপবাবুর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে ছিল দিলীপ ঘোষের সভা। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিসগড়ে হারের পর দিন বিজেপির সমাবেশের মাঠ ছিল অনেকটাই ফাঁকা। এদিন মাঠ ভরাতে পারেননি স্থানীয় বিজেপি নেতারা। সেখানেই পশ্চিম মেদিনীপুর জেলা পুলিসকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। 


খোলা রেলগেট, ছুটল ট্রেন! সময়ে ট্রেন থামায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা


এদিন দিলীপবাবু বলেন, বিজেপির দখলে থাকা পঞ্চায়েত সমিতি  ভাঙতে এলে এবার জামা তো খুলবই। সঙ্গে পিঠের চামড়াও খুলে নেবেন বিজেপি কর্মীরা। 



সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপবাবু বলেন, পশ্চিমবঙ্গে অন্য খেলা দেখাবে বিজেপি। গোবলয়ের হারে বিরোধীদের অত খুশি হওয়ার কিছু হয়নি। 


বলে রাখি, এর আগেও একাধিক জায়গায় পুলিসকে হুমকি দিয়েছেন দিলীপবাবু। সরাসরি জেলাশাসককেও হুমকি দিয়েছেন তিনি।