খোলা রেলগেট, ছুটল ট্রেন! সময়ে ট্রেন থামায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা
...
নিজস্ব প্রতিবেদন: সিগন্যাল সবুজ অথচ রেলগেট খোলা। চোখের নিমেষে চলে এল ট্রেন। শ্যামনগর স্টেশন সংলগ্ন ২৩ নম্বর রেলেগেটে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন শখানেক যাত্রী। তদন্ত হবে, জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক।
আরও পড়ুন- দোকানের ভিতরেই উদ্ধার ব্যবসায়ীর ঝুলন্ত দেহ
সিগন্যাল খোলা। দাঁড়িয়ে আছে ট্রেন। চারিদিকে থিকথিক করছে মানুষের ভিড়। ট্রেন ঘেঁষে দাঁড়িয়ে অটো। এই দৃশ্য দেখে আঁতকে উঠেছে জনতা। সন্ধের থিকথিকে ভিড়, শ্যামনগর স্টেশন সংলগ্ন তেইশ নম্বর রেলগেট। খোলা রেলগেটে হঠাতই চলে আসে শিয়ালদহ রানাঘাট লোকাল। লাইন দিয়ে তখন পার হচ্ছেন শয়ে শয়ে মানুষ।
আরও পড়ুন- ধর্ষণ থেকে খুন, সব মুশকিল আসানের ভরসা ‘দরখাস্ত দাদু’
কেন এমন ঘটনা ঘটল? গেটম্যান বলছেন, গেট ঠিকই ছিল। সমস্যা সিগনালেই। অল্পের জন্য এড়ানো গেছে বড়সড় বিপর্যয়। দায় কার? রেল কর্তৃপক্ষ তদন্তের নির্দেশ দিয়েছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। রেলগেট কেন অরক্ষিত? প্রশ্ন তুলছেন আতঙ্কিতরা।