নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee) পদ্মভূষণ (Padma Bhushan) সম্মান প্রত্যাখ্যান ইস্যুতে বামপন্থীদের তীব্র আক্রমণ করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, "বুদ্ধবাবু পদ্মভূষণ নাও নিতে পারেন, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। তবে কমিউনিস্টরা চিরদিন দেশের পরম্পরা ও সংস্কৃতিকে অপমান করেছে।"


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন প্রজাতন্ত্র দিবসের সকালে অন্যান্য দিনের মতো প্রাতঃভ্রমণ সেরে মেদিনীপুর শহরের কোতবাজার এলাকায় চা-চক্রে যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেখানেই দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন কর্মসূচিও সারেন তিনি। সেখানেই দিলীপ ঘোষ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee) পদ্মভূষণ (Padma Bhushan) প্রত্যাখ্যান নিয়ে মন্তব্য করেন। বলেন, "এখানে সবকিছু নিয়ে রাজনীতি হয়। গতকাল পদ্মভূষণ দেওয়া হয়েছে। তা নিয়েও রাজনীতি শুরু হয়ে গিয়েছে। সবসময় মনে হয় পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে। সিপিআইএম একসময় যা করেছে, টিএমসিও তাই করছে। সাধারণ বাঙালিদের, যারা দেশপ্রেমিক, তাদের সব কিছুর বিরোধিতা করতে শেখানো হচ্ছে। বুদ্ধবাবু পদ্মভূষণ ফিরিয়ে দিতে পারেন, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। তবে কমিউনিস্টরা চিরদিন দেশের পরম্পরা ও সংস্কৃতিকে অপমান করেছে।"


প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যায় জানা যায় যে এবারের পদ্মভূষণ (Padma Bhushan) প্রাপকদের তালিকায় বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee) নাম রয়েছে। যদিও পরে সরকারিভাবে বিবৃতি দিয়ে সেই সম্মান প্রত্যাখ্যান করেন বুদ্ধদেব ভট্টাচার্য। বিবৃতি দিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান, "পদ্মভূষণ পুরস্কার নিয়ে আমি কিছুই জানি না। আমাকে এনিয়ে কেউ কিছু বলেনি। যদি আমাকে পদ্মভূষণ পুরস্কার দিয়ে থাকে, তা হলে আমি তা প্রত্যাখ্যান করছি।"


অন্যদিকে, দলের তরফে রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র জানান, "জ্যোতিবাবুকেও ভারতরত্ন দেওয়া হয়। সেই সময়ে তিনিও ভারতরত্ন প্রত্যাখ্যান করেছিলেন। এটা দলের বোঝাপড়া।" CPI(M)-এর দলীয় সিদ্ধান্ত এটাই যে এরকম ধরনের কোনও উপাধি তাঁরা গ্রহণ করেন না। অন্যদিকে তৃণমূলের কুণাল ঘোষ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পদ্মভূষণ দেওয়ার পিছনে 'গভীর রাজনীতি' রয়েছে বলে মন্তব্য করেন। বুদ্ধদেব বাবুকে পদ্মভূষণ দেওয়া বাংলার বামপন্থী ভোটারদের কাছে 'বন্ধুত্বের নরম বার্তা' বলেও কটাক্ষ করেন তিনি। 


আরও পড়ুন, প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে সেনাশক্তি প্রদর্শন ভারতের, থাকবে 'বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা'


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)