`স্বৈরাচারী শাসন চলছে`, শিলিগুড়িতে পা দিয়েই তোপ দিলীপের (Dilip Ghosh), মুখ খুললেন গুরুং (Bimal Gurung) প্রসঙ্গেও
`যে লোকটাকে এতদিন দেশদ্রোহী বলা হত, গতকাল তাঁকে পুলিসি নিরাপত্তা দিয়ে নিয়ে এসে জনসভা করা হল।`
নিজস্ব প্রতিবেদন : বিজেপির উত্তরকন্যা অভিযান ঘিরে উত্তেজনা শিলিগুড়িতে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) অভিযোগ করেছেন, তাঁকে স্টেশন থেকে গেস্টহাউজে পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে না। ব্যারিকেড করে রাস্তা আটকে দিয়েছে পুলিস। ফলে বিজেপি (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়ি যেতে গিয়ে বাধা পায়। শেষে গাড়ি থেকে নেমে হেঁটে হাইওয়েতে ওঠেন দিলীপ ঘোষ।
তার আগে গাড়িতে বসেই বিমল গুরুং (Bimal Gurung) ইস্যুতে রাজ্য সরকারের প্রতি তোপ দাগেন দিলীপ ঘোষ। বলেন, "যে লোকটাকে এতদিন দেশদ্রোহী বলা হত, গতকাল তাঁকে পুলিসি নিরাপত্তা দিয়ে নিয়ে এসে জনসভা করা হল। আর আমরা গণতন্ত্র রক্ষার জন্য লড়াই করছি, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে, তারজন্য আমাদের আটকানোর চেষ্টা করা হচ্ছে।"
আরও বলেন, "আমি স্টেশন থেকে নেমে গেস্ট হাউজে যাব, সেটাও পর্যন্ত যেতে পারছি না। আধঘণ্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি। জানি না, কী ধরনের গণতন্ত্রের পরিবেশ এখানে আছে। স্বৈরাচারী শাসন! পুরো শহরকে ঘিরে দেওয়া হয়েছে বাঁশের ব্যারিকেড দিয়ে। বাইরে থেকে লোককে ঢুকতে, বেরতে দেওয়া হচ্ছে না। আমাদের সাংসদ জন বার্লাকেও আটকে দেওয়া হয়েছে। এই স্বৈরাচারী মনোভাব নিয়ে পশ্চিমবাংলায় এই সরকার কতদিন টিকে থাকতে পারবে জানি না!" (এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া আসেনি)
আরও পড়ুন,
স্বমেজাজে বিমল গুরুং, শিলিগুড়ির সভা থেকে দিলেন বিজেপিকে উত্খাতের ডাক
'আমার কাছেও BJP-তে যাওয়ার অনেক অফার, তৃণমূলের ক্ষতি করছে TMC-র লোকেরাই', বিস্ফোরক উদয়ন (Udayan)