মনোজ মণ্ডল: সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন জুনিয়র ডাক্তাররা। এরমাঝেই রবিবার সন্ধ্যায় হাবড়ায় বিজেপির আয়োজিত বিজয়া সম্মেলনের অনুষ্ঠানে এসে বিজেপি নেতা দিলীপ ঘোষ জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে খিচুড়ির সঙ্গে তুলনা করলেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Cyclone Dana: আমফানের মতোই সাইক্লোন 'ডানা'-র প্রভাব পড়বে বাংলায়! কবে-কোথায় ল্যান্ডফল?


রবিবার ধর্মতলায় অনশনের ১৬ তম দিন। দাবি না মিটলে মঙ্গলবার থেকে সরকারি-বেসরকারি ক্ষেত্রে একযোগে ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন সিনিয়র ও জুনিয়র ডাক্তাররা। এদিনই বিজেপি নেতা বলেন, 'এই যে আন্দোলন চলছে কে চালাচ্ছে কোনদিকে যাচ্ছে আমরাও বুঝতে পারছি না পাবলিকও বুঝতে পারছে না। তবে পিছন দিক দিয়ে বামপন্থীরা চালাচ্ছে।আবার ওদেরই একজন পুরনো লোক এক ডাক্তারবাবু কুণাল বাবুর সঙ্গে মিটিং করছেন - তারমানে খিচুড়িটা কী পাকছে বোঝা যাচ্ছে না'।


এদিনই দেবাংশু বলেন, 'এই হুমকি মানে কী!  হুমকিটার মানে হচ্ছে, আমাদের আবদার মানা না হলে আমরা মানুষ মারা শুরু করব। চিকিত্‍সা বন্ধ রাখা মানে তো মানুষ মারা। তাহলে আমি জুনিয়র ডাক্তারদের সঙ্গে মাওবাদীদের কোনও তফাত দেখি না। মাওবাদীরাও বলে আমরা মানুষ মারি প্রতিবাদের জন্য, এরাও বলছে মঙ্গলবার থেকে চিকিত্‍সা বন্ধ করে মানুষ মারা শুরু করব। শুভবুদ্ধি উদয় হোক। জুনিয়র ডাক্তারবাবু অনশন ত্যাগ করে পূর্ণ দমে কাজ ফেরত আসুক। তাঁদের মাথার পিছন থেকে যাঁরা কলকাটি নাড়ছে, তাঁদের তাঁরা চিনতে শিখুক'।


আরও পড়ুন- Nobleman: 'রিহ্যাব থেকে ফিরেই নেশায় বুঁদ, একাধিক নারীর সঙ্গে...' বিস্ফোরক প্রাক্তন স্ত্রী


অন্যদিকে হুগলীর তৃনমূল বিধায়ক অসিত মজুমদার বলেন, "যে ডাক্তাররা বড় বড় কথা বলছে তাদের নিজেদের পিছনটা দেখছে না। রোগী দেখে তার ভিজিটের কোন স্লিপ দেয় না। তারা ইনকাম ট্যাক্স ফাঁকি মারছে। হসপিটালে ডিউটি না করে বাইরে গিয়ে ডিউটি করে। হসপিটালের রোগী অপারেশন করেনা। সময় দেয় তিন মাস, পরে তাকে বাইরে নিয়ে গিয়ে নার্সিংহোমে অপারেশন করছে। তারাই আন্দোলন করছে, মানুষকে জ্ঞান মারছে। সেই জ্ঞান শুনতে হবে।" এরপর তিনি বলেন, "এদের লজ্জা হওয়া উচিত, এরা এক একটা ডাকাত। এই ডাকাতদের জন্য মানুষ সর্বস্ব হারাচ্ছে। তারা আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলে।" শুধু এখানেই থেমে থাকেননি তিনি। ডাক্তারদের আন্দোলনের ফান্ড নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তিনি বলেন, "এক কোটি ৭০ লক্ষ টাকা একটা আন্দোলনের ফান্ডে উঠে গেল? কারা দিল? কী করে হল? বড় বড় কথা বলছে আবার।" তিনি আরও বলেন, "আমরা আন্দোলনে নামব। ওরা একটা মৃত্যুর বিচার চাইছে। আমরা ঐ একটা মৃত্যুর বিচার চাইছি, পাশাপাশি যত মানুষ এই সময় মারা গেছে বিনা চিকিৎসায়, তাদেরও বিচার চাইব।"



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)