নিজস্ব প্রতিবেদন: তিন দিন আগেই রাজ্যে এসেছিলেন অমিত শাহ-সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব। একুশের নির্বাচনের আগে রাজ্যে দলীয় নেতৃত্বকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে গিয়েছেন। তার মধ্যেই আচমকাই দিল্লিতে ডাক পড়ল রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত ৩,৯২০, মৃত্যু ৫৯ জনের


কেন্দ্রীয় নেতৃত্বের ডাক পেয়ে সোমবার দিল্লি উড়ে যাচ্ছেন দিলীপ। তাঁর সঙ্গে যাচ্ছেন মুকুল রায়, রাজ্য সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চৌধুরী ও সহ-সম্পাদক কিশোর বর্মন।


দলীয় সূত্রে খবর, দিলীপ-মুকুলরা বৈঠক করবেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষের সঙ্গে। অমিত শাহের সঙ্গে রাজ্য়ে এসেছিলেন সন্তোষ। সেই সময় রাজ্য নেতৃত্বের সঙ্গে তাঁর বৈঠকও হয়। তার পরও হঠাত্ কেন এই জরুরি তলব তা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনৈতিক মহলে।


আরও পড়ুন-বুধবার থেকে চালু হচ্ছে লোকাল ট্রেন, জেনে নিন কোন রুটে চলবে কত ট্রেন


উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা ছিল দিলীপ ঘোষের। দিল্লি থেকে ডাক আসায় আপাতত স্থগিত রাখা হচ্ছে। দিলীপবাবুর দিল্লি যাওয়া নিয়ে মুখে কুলুপ এঁটেছেন রাজ্য বিজেপি নেতৃত্ব। তবে এমনও জল্পনা রয়েছে দিলীপ ঘোষকে নিয়ে বড় কোনও ঘোষণা করতে পারে দল।