অঞ্জন রায়


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে মদ নিষিদ্ধ করতে পারে বিজেপি। সোমবার কলকাতার মুরল্ধর সেন স্ট্রিটে বিজেপির রাজ্য সদর দফতরে এক সাংবাদিক বৈঠকে এমনটাই বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। 


এদিন এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, 'পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে মদ নিষিদ্ধ করার ব্যাপারে গুরুত্ব দিয়ে ভাববে বিজেপি। বিজেপির সরকার মদ বিক্রির টাকায় চলে না। যে সমস্ত রাজ্যে এনডিএ ক্ষমতায় রয়েছে তার অনেক জায়গাতেই নিষিদ্ধ মদ।'


বলে রাখি, বিজেপিশাসিত গুজরাতে মদ নিষিদ্ধ। মদ নিষিদ্ধ এনডিএ শাসিত বিহারে। এছাড়া মণিপুর, নাগাল্যান্ড ও মিজোরামে মদ নিষিদ্ধ। 


রাজ্যে সিপিআইএম - কংগ্রেস জোট হবে কি না, ঠিক হবে মমতার দিল্লি সফরে


বিজেপির অভিযোগ, রাজ্যের কোষাগার ভরার জন্য যথেচ্ছ মদের দোকানের লাইসেন্স দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যার জন্য রসাতলে যাচ্ছে যুব সমাজ। তাছাড়া এর জেরে আইন-শৃঙ্খলাব্যবস্থারও অবনতি হচ্ছে। এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বারবার কাঠগড়ায় তুলেছে বিজেপি।