নিজস্ব প্রতিবেদন: সংবিধানের অনুচ্ছেদ ৩৭০ ধারা বিলোপের পর এবার বিজেপির লক্ষ্য পাক অধিকৃত কাশ্মীরের দখল নেওয়া। বৃহস্পতিবার স্বাধীনতা দিবসে অন্তত এমনটাই জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহস্পতিবার এক অনুষ্ঠানে দিলীপবাবু বলেন, 'সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের পর কাশ্মীর পুরোপুরিভাবে ভারতভুক্ত হয়েছে। সংসদে এবার দাবি উঠেছে, পাক অধিকৃত কাশ্মীরও ভারতের নিয়ন্ত্রণে আনতে হবে।' 


মুকুলের যোগদানের সময়ও তৃণমূল বলেছিল 'কিচ্ছু হবে না': দিলীপ


দিলীপবাবু বলেন, 'পাক অধিকৃত কাশ্মীকের মানুষ পরাধীন জীবন যাপন করছেন। তাদের ভারতীয় নাগরিকত্ব দিয়ে স্বাধীনতার স্বাদ দেওয়া অত্যন্ত দরকারি।'


 



বলে রাখি, চলতি মাসেই কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করে মোদী সরকার। বৃহস্পতিবার লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে মোদী বলেন, 'এতদিনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন সফল হল।' তবে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে এখনো কোনও মন্তব্য করেনি কেন্দ্র। ভারতের পদক্ষেপের পর আন্তর্জাতিক মহলেও কোণঠাসা হয়ে পড়েছে পাকিস্তান। রাষ্ট্রসংঘ-সহ বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে আবদার করে খালি হাতেই ফিরতে হয়েছে তাদের। উলটো দিকে ভারতের পাশে রয়েছে রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র-সহ সমস্ত শক্তিশালী দেশ। এমনকী পাকিস্তানের বন্ধু চিনও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে।