নিজস্ব প্রতিবেদন : প্রধানমন্ত্রীর বৈঠকে মুখ্যমন্ত্রীর না থাকা নিয়ে মমতা বন্দোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, "যখন ডাকা হয়েছিল, তখন উনি যাননি। ফলে ওনার কিছু বলার নেই।" একইসঙ্গে দিলীপ ঘোষ জানান, লাদাখে সীমান্ত সংঘর্ষে এ রাজ্যের যেসকল সেনা শহিদ হয়েছেন, তাঁদের সম্মান জানানো হবে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন দিলীপ ঘোষ বলেন, "আমাদের দেশের দিকে যারা বাঁকা চোখে তাকাবেন, তাঁদের ছাড়বে না বিজেপি। চিন অত্যন্ত নোংরা কাজ করেছে, তবে ভারত উপযুক্ত জবাব দিয়েছে। ষাটের দশকের সেনাবাহিনী আর আজকের ভারতের সেনাবাহিনীর মধ্যে পার্থক্য রয়েছে। যা বুঝতে পারছে চিনারাও। প্রধানমন্ত্রীর উপর দেশের লোকের ভরসা আছে।"


চিনের হামলার পর বিরোধীদের প্রধানমন্ত্রীকে নিয়ে সমালোচনার এদিন কড়া জবাব দেন বিজেপি রাজ্য সভাপতি। বলেন, "এখন প্রতিবাদ বা রাজনীতি করার সময় নয়।" পাশাপাশি, তৃণমূল ও সিপিআইএমের চুপ থাকাকেও কটাক্ষ করেন তিনি। তাঁর কথায়, "প্রধানমন্ত্রী কাজ করেন তাই তিনি চুপ থাকেন।"


প্রসঙ্গত, এদিন প্রধানমন্ত্রী গৃহ সম্পর্ক অভিযানে বারুইপুরে যান দিলীপ ঘোষ। তাঁর হাত ধরে এদিন সোনারপুরের কামরাবাদ অঞ্চলের শতাধিক সিপিআইএম কর্মী বিজেপিতে যোগদান করেন। যার মধ্যে রয়েছেন কামরাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানও। বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রীর চিঠি পৌঁছে দেন তিনি।


আরও পড়ুন, 'রাজ্যে আক্রান্তের রেট বাড়লেও ডিসচার্জ রেট খুব ভালো', করোনা চিকিৎসায় একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর