নিজস্ব প্রতিবেদন:  দিলীপ ঘোষকে সাষ্ঠাঙ্গে প্রনাম করলেন রেলের এক সিনিয়র ইঞ্জিনিয়র, উঠল জয় শ্রীরাম ধ্বনি। আর তা নিয়ে শুরু বিতর্ক, একজন সরকারি কর্মী হঠাৎ কেন এমন করলেন তা নিয়ে পড়েছে শোরগোল। আজ রবিবার সকালে খড়গপুর কার্যালয় থেকে বেরতেই হঠাৎ লাফাতে লাফাতে চলে আসেন এক ব্যক্তি। প্রত্যক্ষদর্শীদের কথায়, বিজেপির রাজ্য সভাপতি এবং মেদিনীপুরের সাংসদের পায়ের কাছে লুটিয়ে পড়েন প্রণাম করেন তিনি। জানা গিয়েছে, প্রবীর কুমার গাঙ্গুলী নামে ওই ব্যক্তি রেলে একটি বিভাগের এগজিকিউটিভ ইঞ্জিনিয়র। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: প্রেশার, ব্লাড সুগার, কার্বোঙ্কল নিয়ে এসএসকেএম-এ ভর্তি অনুব্রত মণ্ডল


যদিও পরে ওই আধিকারিক জানান, তিনি একেবারেই প্রণাম করেননি। যোগ প্রদর্শন করছিলেন। এই বিতর্ক এড়িয়ে প্রবীর বাবু জানিয়েছেন, "এলাকার সকলেই জানেন আমি যোগ ব্যায়াম করি। আমি যোগা দেখাচ্ছিলাম, ওখানে সাষ্ঠাঙ্গে প্রণামের কোনও প্রশ্নই ওঠে না। এতো বড় মিথ্যা যাঁরা রটিয়েছেন তাঁরা স্বীকার করুন যে এটা মিথ্যে।" কিন্তু হঠাৎ দিলীপ ঘোষের পায়ের সামনে এমন লাফিয়ে লাফিয়ে যোগ প্রদর্শনেরই বা কারণ কী সে উত্তরও খুজে পাচ্ছেন না কেউই।