মুকুলের যোগদানের সময়ও তৃণমূল বলেছিল `কিচ্ছু হবে না`: দিলীপ
বৃহস্পতিবার এক প্রশ্নের উত্তরে দিলীপবাবু বলেন, `মুকুল রায় যখন বিজেপিতে যোগ দিয়েছিলেন তখনও তৃণমূল বলেছিল, কিস্যু হবে না। কী হয়েছে তা আপনারা দেখতে পেয়েছেন। শোভনবাবুকে নিয়েও একই কথা বলছে ওরা।
নিজস্ব প্রতিবেদন: মুকুল রায় বিজেপিতে যোগদানের সময়ও এই কথা বলেছিলেন পার্থবাবু। শোভন বিজেপিতে যোগ দেওয়ায় তৃণমূলের সংগঠনে কোনও প্রভাব পড়বে কি না তা সময় বলবে। বৃহস্পতিবার এই ভাষাতেই তৃণমূলকে জবাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
বৃহস্পতিবার এক প্রশ্নের উত্তরে দিলীপবাবু বলেন, 'মুকুল রায় যখন বিজেপিতে যোগ দিয়েছিলেন তখনও তৃণমূল বলেছিল, কিস্যু হবে না। কী হয়েছে তা আপনারা দেখতে পেয়েছেন। শোভনবাবুকে নিয়েও একই কথা বলছে ওরা। সময় বলবে শোভনবাবুর বিজেপিতে যোগদানে তৃণমূলের সংগঠনের কোনও ক্ষতিবৃদ্ধি হয় কি না।'
বুধবার দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান করেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তৃণমূলের দাবি, শোভনের দলবদলে প্রভাব পড়বে না সংগঠনে। বিজেপিতে যোগ দিয়েই বিস্ফোরক বয়ান দেন শোভনবাবু। বলেন, 'পঞ্চায়েত নির্বাচনে কেন বিরোধীদের অংশগ্রহণ করতে দেওয়া হল না তা জানতে চেয়ে দলের উপযুক্ত জায়গায় প্রশ্ন তুলেছিলাম। কিন্তু জবাব মেলেনি।'