নিজস্ব প্রতিবেদন: নন্দীগ্রামে (Nandigram) গণনার সময়ে কারচুপি হয়েছে। রিটার্নিং অফিসারকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল নেত্রীর অভিযোগের প্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন,''হার মেনে নিতে পারছেন না মমতা।''     


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিজেপির রাজ্য সভাপতির (West Bengal BJP State President) কথায়,''আদালত যেতেই পারেন। মুশকিল হচ্ছে উনি কিছুতেই বাস্তবের হার মেনে নিতে চান না। সাধারণ মানুষের সিদ্ধান্তকে মেনে নিতে চান না। ওরাই প্রচার করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় জিতে গিয়েছেন, শুভেন্দু অধিকারী হেরেছেন। গণনা শেষ হয়নি তখনও। তার পর নাটক চলেছে। নির্বাচন কমিশন ও পুলিস রাজি হয়নি। শেষপর্যন্ত গণনা চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনওভাবে জিততে চাইছিলেন। কিন্তু সেখানকার মানুষ ওকে জেতাতে চায়নি। রেজাল্ট তার প্রমাণ। পরাজয় মেনে নিতে পারছেন না মমতা।''


নন্দীগ্রামে কারচুপির অভিযোগ তুলে এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন,''সব সাংবাদিকরা অ্যানাউন্স করে দিল। সব উল্টে গেল। এরকম কোথাও দেখিনি। এত বড় মাফিয়াগিরি! তার বিচার হোক। কোর্টে তো আমরা যাবই। আমাদের ছেলেমেয়েরা আন্দোলন করছে। আলাদা জায়গায় ইভিএম, ভিভিপ্যাট ও ব্যালট সরিয়ে রাখতে হবে।  লিখিত দিতে হবে যাতে বিকৃত করা না হয়। বিকৃত করা হলে ফরেন্সিক পরীক্ষা করা হবে। ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে।''  


আরও পড়ুন- 'পুনর্গণনার আদেশ দিলে প্রাণনাশ,' রিটার্নিং অফিসারের এসএমএস দেখালেন Mamata