অঞ্জন রায়: জম্মু-কাশ্মীরের কুলগামে ৫ বাঙালি শ্রমিকের মৃত্যুর ঘটনায় তদন্তের দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের হাতে জম্মু-কাশ্মীরের আইনশৃঙ্খলা রয়েছে বলেও মনে করিয়ে দিয়েছেন। ওই মন্তব্যের পর পাল্টা মমতাকে কাঠগড়ায় তুললেন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, বাংলায় কাজ নেই বলে ভিনরাজ্যে যাচ্ছেন বাঙালি ছেলেরা। দায় নিতে হবে মুখ্যমন্ত্রীর। গোটা ঘটনায় আপাতত রাজনীতির আখড়ায় বাক্যবাণের লড়াই তুঙ্গে।          


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মুর্শিদাবাদের হত ৫ শ্রমিকের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে তিনি লিখেছেন, ''গতকাল একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে কাশ্মীরে। ৫ নিরাপরাধ শ্রমিককে পূর্বপরিকল্পনা করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা ব্যথিত।'' কেন্দ্রকে নিশানা করে মমতা আরও লিখেছেন,''কাশ্মীরে এখন কোনও রাজনৈতিক কর্মকাণ্ড নেই। আইনশৃঙ্খলা ভারত সরকারের হাতে। আমরা পূর্ণাঙ্গ তদন্ত চাই। আসল সত্যিটা বেরিয়ে আসুক, সেটাই চাই। সত্যিটা জানতে দক্ষিণবঙ্গের এডিজি সঞ্জয় সিংকে দায়িত্ব দিয়েছি।''  





মমতাকে কেন্দ্রকে নিশানা করেছেন, তার পাল্টা রাজ্য সরকারকে আক্রমণ করেছেন দিলীপ। তাঁর কথায়,''পেটের দায়ে সীমান্তে গিয়েছেন বাংলার ৫ শ্রমিক। বাংলার ছেলেরা হাতে প্রাণ নিয়ে কেন সীমান্তে যাচ্ছেন? তাঁদের এখানে কাজ দিন। ঘটনার দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেরল, গুজরাট, রাজস্থান ও কাশ্মীরে মারা যাচ্ছেন বাঙালি শ্রমিকরা। আমাদের ছেলেদের ঘরছাড়া করেছে রাজ্য সরকার।'' 


মঙ্গলবার জম্মু-কাশ্মীরের কুলগামে ৫ বাঙালি শ্রমিককে গুলিতে ঝাঁঝরা করে দেয় জঙ্গিরা। গুরুতর জখম হয়েছেন এক শ্রমিক। গোটা ঘটনা নাড়িয়ে দিয়েছে মুর্শিদাবাদের ব্রাহ্মণী গ্রামকে। ওই গ্রামেই থাকেন পাঁচ নিহত। ঘটনায় পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিদের হাত রয়েছে বলে দাবি করেছেন দিলীপ ঘোষ। তাঁর কথায়,''পাকিস্তান থেকে বারবার হামলা করা হচ্ছে। ভারত এটাই দাবি করে আসছে। সেটাই আবার প্রমাণ হল। দুর্ভাগ্যবশত মুর্শিদাবাদের ছেলেরা মারা গেছে।'' 


আরও পড়ুন- কাশ্মীরে কোনও বাঙালির মৃত্যু হয়নি, ফের বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের