নিজস্ব প্রতিবেদন : বেলাগাম দিলীপ ঘোষ। সোমবার তৃণমূলের উদ্দেশে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে। এরপর আজ ফের মারের বদলা মারের নিদান দেন দিলীপ ঘোষ। এদিকে, তৃণমূলের উদ্দেশে খুনের হুমকি দেওয়ার অভিযোগে ইতিমধ্যেই বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে এফআইএর দায়ের করেছে পুলিস। যদিও সেই এফআইএর-কে পাত্তা দিতে নারাজ দিলীপ ঘোষ ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


আজ বিজেপির রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন ছিল। সেই বৈঠকেই দলীয় কর্মীদের উদ্দেশে দিলীপ ঘোষকে বলতে শোনা যায়, "মার খেয়ে কান্নাকাটি করতে আসবেন না। প্রতিশোধ নিয়ে আসবেন। আইন শৃঙ্খলা দেখার কাজ আমাদের নয়। সরকারের দায়িত্ব।" তাঁর এই বক্তব্য সামনে আসতেই ফের বিতর্ক উসকে ওঠে।


এর আগে সোমবার কোলাঘাটের সভা থেকে তৃণমূলকে উদ্দেশ খুনের হুমকি দেন দিলীপ ঘোষ। প্রকাশ্য সভায় বলেন, "২৮,০০০ কেস দিয়েছে আমাদের কর্মী সমর্থকদের। আমার নামে ৩০৭টা কেস দিয়েছে- খুনের মামলা! আমি যদি খুন করা শুরু করি তো তোর বংশ লোপাট হয়ে যাবে! খুন করিনি, তাতেই ১৮টা সিট... আমরা এত সহজে ভুলি না। জেনে রাখুন, আজ হোক বা কাল সরকার পরিবর্তন হবেই।" এখানেই শেষ নয়। 'আমি মারলে লাশ খুঁজে পাওয়া যাবে না' বলেও হুমকি দেন তিনি।


আরও পড়ুন, 'ডাকা হয়নি বৈশাখীকে, তবে শোভনদা কেন আসেননি জিজ্ঞাসা করব', স্পষ্ট কথা দিলীপ ঘোষের


দিলীপবাবু বলেন, "চামড়া পাতলা করে দেব। আপনাদের বলে দিচ্ছি, পুলিস-তৃণমূল হোক মারবেন, ফেলে দেবেন, দায়িত্ব আমার। পরিবর্তন হলে জঙ্গলমহলে পাঠাব, নাহলে দার্জিলিঙে পাঠাব, গোর্খাদের মার খাওয়ানোর জন্য। আমি যেদিন মারব লাশ খুঁজে পাওয়া যাবে না, বংশের লোক মুখে আগুন দিতে বডি খুঁজে পাবে না।" সভামঞ্চ থেকে বিজেপি রাজ্য সভাপতির এহেন বক্তব্যকে ঘিরে শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে।