নিজস্ব প্রতিবেদন: সমর্থন যত বেড়েছে, ততই বেড়েছে তাঁকে ঘিরে বিতর্ক। নিত্য নতুন বিতর্কিত মন্তব্য করলেও আজ পর্যন্ত ভুল স্বীকার করেননি তিনি। বেফাঁস মন্তব্য করে ফের বিতর্কে জড়ালেন এহেন দিলীপ ঘোষ। এবার তৃণমূলের সমালোচনা করতে গিয়ে বাঙালি জাতিকেই চোর বললেন তিনি। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



শুক্রবার হুগলির পুরশুড়ায় দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পদযাত্রা শেষে বক্তব্য রাখছিলেন তিনি। স্বভাবসিদ্ধ ভঙ্গীতে কাটমানি নিয়ে বিঁধছিলেন তৃণমূলকে। বলছিলেন, 'এখন সব জায়গায় কাটমানি। কাটমানি - তোলাবাজি শেষ করতে তৃণমূলকে হারাতে হবে। বাঙালি মানেই লোকে আজ বোঝে চোর চিটিংবাজ। এই বদনাম ঘোচানোর জন্য তৃণমূলকে সরাতে হবে।' 


হাজরায় সাদা ইন্ডিকার ভিতর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি নিরীহ প্যাঙ্গোলিন!


দিলীপবাবুর এহেন মন্তব্যকে হাতিয়ার করতে দেরি করেনি তৃণমূল। পশ্চিমবঙ্গে বিজেপির হিন্দুত্বের রথ রুখতে পালটা বাঙালি জাতিসত্ত্বাকে সুচতুর ভাবে ব্যবহার করছে তৃণমূল। সেই পথে হেঁটেই দিলীপ ঘোষের সমালোচনায় সরব হয়েছেন তৃণমূল নেতারা। তাদের দাবি, হিন্দি সাম্রাজ্যবাদের প্রতিনিধি দিলীপবাবুর মন্তব্যেই স্পষ্ট বাঙালিকে কোন চোখে দেখে বিজেপি।