মুখ্যমন্ত্রী হবেন দিলীপ ঘোষ : BJP সাংসদ Soumitra Khan
`দিলীপ ঘোষ একদিন মুখ্যমন্ত্রী হবেন। দিলীপ ঘোষ-ই একদিন রাজ্য চালাবে।`
নিজস্ব প্রতিবেদন : মুখ্যমন্ত্রী হবেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)! রাজ্য চালাবেন তিনি! পশ্চিম মেদিনীপুরের দাঁতনে বিজেপি (BJP) যুব মোর্চার সমাবেশ এমনটাই দাবি করলেন সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan)। বিজেপি শীর্ষ নেতৃত্ব যেখানে বাংলার বিধানসভা ভোটে 'মুখ্যমন্ত্রীর মুখ' হিসেবে কাউকে তুলে ধরছে না, নির্বাচনে জয়ের পরই মুখ্যমন্ত্রী কে ঠিক হবেন বলে জানিয়েছে, সেখানে দলীয় সাংসদের এহেন দাবি নিঃসন্দেহে তাত্পর্যপূর্ণ। সৌমিত্র খাঁ-র এই বক্তব্য সামনে আসতেই বেশ হই চই পড়ে রাজ্য রাজনৈতিক মহলে।
এদিন দাঁতনের দেউলি গ্রামে বিজেপির (BJP) যুব মোর্চার সমাবেশ ছিল। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে সৌমিত্র খাঁ (Soumitra Khan) বলেন, "শুভেন্দুদার নেতৃত্বে তৃণমূল ভাঙবে। দিলীপ ঘোষ (Dilip Ghosh) বিজেপির মুখ্যমন্ত্রী (Chief Minister) হবেন। কলকাতার অনেক তৃণমূল নেতা বলছেন, দিলীপ ঘোষ কী জানেন? আমি বলছি, দিলীপ ঘোষ একজন অরিজিনাল নেতা। দিলীপ ঘোষ সংসার জীবন করেননি। আমার দৃঢ় বিশ্বাস দিলীপ ঘোষ একদিন মুখ্যমন্ত্রী হবেন। দিলীপ ঘোষ-ই একদিন রাজ্য চালাবে। আর শুভেন্দুদার নেতৃত্বে পুর তৃণমূল কংগ্রেস ভেঙে যাবে।"
প্রসঙ্গত, গত ২০ ডিসম্বর মেদিনীপুরে মেগা রোড শো থেকে Zee ২৪ ঘণ্টাকে দেওয়া একান্ত সাক্ষাতকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) স্পষ্ট জানিয়েছিলেন, "বাঙালিই বাংলার মুখ্যমন্ত্রী হবেন।" তিনি তখন সাফ জানান, রোড শো-এ যে বিপুল জনপ্লাবন, তাঁরা কেউ বাইরের লোক নন। সবাই বাংলার লোক। বাঙালি-ই হবেন বাংলার মুখ্যমন্ত্রী। বিজেপি সরকার গড়লে, বাংলার ভূমিপুত্র-ই হবেন মুখ্যমন্ত্রী। বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী কোনও 'বহিরাগত' হবেন না।
উল্লেখ্য, অমিত শাহের এই মন্তব্যের পরই উস্কে উঠেছে জল্পনা। বিজেপি জিতলে কে হতে পারেন মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রিত্বের দৌড়েই বা কে কে আছেন? রাজ্য রাজনীতির অলিন্দে এখন ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নগুলোই।
আরও পড়ুন, ভুল বোঝাচ্ছে BJP, মতুয়ারা সবাই নাগরিক, অ্যাপ্লাই করলেই বিদেশি হয়ে যাবে : Mamata