'ঘরের লক্ষ্মী চুরি,' চোখে জল নিয়ে স্ত্রীকে ডিভোর্স নোটিস পাঠাচ্ছেন Soumitra

সোমবার তৃণমূলে যোগদান করেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী। 

Updated By: Dec 21, 2020, 06:24 PM IST
'ঘরের লক্ষ্মী চুরি,' চোখে জল নিয়ে স্ত্রীকে ডিভোর্স নোটিস পাঠাচ্ছেন Soumitra

নিজস্ব প্রতিবেদন: স্ত্রী যোগ দিয়েছেন তৃণমূলে। সাংবাদিক বৈঠকে কার্যত ভেঙে পড়লেন সৌমিত্র খাঁ। জানিয়ে দিলেন, স্ত্রীকে বিবাহবিচ্ছেদের নোটিস পাঠাতে চলেছে। সুজাতার উদ্দেশে তিনি বলেন,'তোমার সঙ্গে সম্পর্ক সব শেষ। ভাল থেকো সুজাতা। ডিভোর্স নোটিস পাঠাচ্ছি। সাইন করে দিও। তোমাকে ভালবাসি। এগিয়ে চলো। তুমি জীবনে অনেক বড় ভুল করলে।' তৃণমূলের বিরুদ্ধে সংসার ভাঙার অভিযোগও করলেন সৌমিত্র। তাঁর মন্তব্য,'রাজনীতি করতে করতে বুঝতে পারলাম না কখন ঘরের লক্ষ্মীটাই চুরি হয়ে গেল।'                 

সোমবার তৃণমূলে যোগদান করেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী। তিনি বলেন,'নেত্রীর নেতৃত্বেই এবার থেকে কাজ শুরু করব। বিজেপি যোগ্য লোককে সম্মান দেয় না। সুযোগ সন্ধানীরা ক্ষমতা পাচ্ছে। যাঁরা লড়াই করে তাঁরা বঞ্চিত।' বিজেপিতে পদ না পেয়েই তৃণমূলে নাম লিখিয়েছেন, সেই ইঙ্গিত দিয়েছেন সুজাতা খাঁ। বলেছেন,'৪-৫ মাস তেমন কথা হয়নি। হয়তো আমি বাধা দিচ্ছি। আমার জন্য জায়গা পাচ্ছে না। যে দিন থেকে যুবমোর্চার সদস্য হলাম, তখন থেকে বলছে, আমি কিছু পেলাম না। বিজেপিতে একটা পরিবারের দু'জন পদ পেতে পারে না। তোমায় দলে কোনও পদ দেয়নি। পরিবারিকতান্ত্রিক দল নয় বিজেপি। আমার চেয়ে তোমার সম্মান বেশি ছিল। অনেকে বলতেন, বৌদির জন্য আপনি এমপি। এটা কোনওদিন অস্বীকার করিনি। তবে ৬ লক্ষ ৫৮ হাজার ভোট পেয়েছি। সেটা বিজেপি ও বিষ্ণুপুরের মানুষের জন্য।' 

সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার দেখা গিয়েছে সৌমিত্র ও সুজাতার রসায়ন। লকডাউনে স্ত্রীর বেণী বাঁধতে দেখা গিয়েছে বিজেপি সাংসদকে। সেই সম্পর্ক ভাঙার জন্য তৃণমূলকেই কাঠগড়ায় তুললেন সৌমিত্র। বলেন,'রাজনীতির জালে আটকে গেলে। কাদের কথা শুনে! ১০টা বছর সুজাতা বলতে পাগল ছিলাম। সেই মানুষটার কথা না শুনে এই জায়গায় এলে? সৌগতবাবু পরিবার ভাঙুন ক্ষতি নেই। আজ খাঁ পদবী থেকে মুক্তি দিচ্ছি। সৌমিত্র খাঁয়ের নাম থেকে মুক্তি দিচ্ছি। খাঁ পদবি লিখো না। নিশ্চিতভাবে অভিষেকবাবু আমার দুর্বলতা ছিল সুজাতা। আজ আর পিছুটান নেই। দীপ্ত কণ্ঠে বলছি, আত্মবলিদান দেব। ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করব।'

স্ত্রীর সঙ্গে বিবাদ হলেও এখন তাঁর মঙ্গলকামনাই করলেন সৌমিত্র। তাঁর কথায়,'দয়া করে সুজাতাকে খুন করে দেবেন না। নিরাপত্তার দায়িত্ব নেবেন। তাঁকে খারাপ কাজে লাগাবেন না। ডিভোর্স নোটিস পাঠাচ্ছি। সমস্ত কিছু ত্যাগ করলাম। দেশের জন্য ত্যাগ করলাম।' 

আরও পড়ুন- কোন সাবান মেখে চোর সাধু হয়ে যায়! BJP-কে নিশানা করে TMC-তে সৌমিত্র-জায়া Sujata

 

 

.