নিজস্ব প্রতিবেদন: আজ ঝাড়গ্রামে সভা করবেন দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী। ঝাড়গ্রামেরই গোপীবল্লভপুরে আদি বাড়ি দিলীপ ঘোষের। নিজের জেলাতেই সভা। বিজেপির রাজ্য সভাপতির কাছে তাই এই সভা অনেকটাই প্রেস্টিজ ফাইট। বিজেপির লোকসভা ভোটে জয়ের পর সংগঠন অনেকটাই মজবুত হয়েছে বিজেপির।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  নিরপেক্ষতা নিয়ে কড়া কমিশন, নিজের এলাকায় পোস্টিং পাবেন না পুলিসকর্মীরা


আসন্ন ভোটে আদিবাসী ভোট ব্যাঙ্ককে নিজেদের ঝুলিতে পুরতে মরিয়া দুই শিবিরই। চলতি মাসেই গোপীবল্লভপুরে একসঙ্গেই সভা করেন দিলীপ-শুভেন্দু। এবার ঝাড়গ্রাম। সভা থেকে বিজেপির দুই শীর্ষ নেতা কী বার্তা দেন,সেদিকেই তাকিয়ে জেলা কর্মীরাও। এর আগে নন্দীগ্রামে সভা করে গিয়েছেন শুভেন্দু অধিকারী। সভামঞ্চ থেকে একের পর এক আক্রমণ শানিয়েছেন ঘাসফুল শিবিরের বিরোধীতায়। আজ ঝাড়গ্রামে তাঁর দোসর দিলীপ। আজ কী বার্তা দেবেন দুই নেতা, সেদিকেই নজর সকলের। ইতিমধ্যেই বিশেষ ট্রেনে ঝাড়গ্রামে পৌঁছে গিয়েছেন দিলীপ।