নিরপেক্ষতা নিয়ে কড়া কমিশন, নিজের এলাকায় পোস্টিং পাবেন না পুলিসকর্মীরা

এতদিন এই ব্যবস্থা ভোটকর্মীদের মধ্যেই চালু ছিল। এবার সেই ব্যবস্থা কার্যকরী হবে পুলিসকর্মীদের ক্ষেত্রেও। 

Updated By: Jan 27, 2021, 01:17 PM IST
নিরপেক্ষতা নিয়ে কড়া কমিশন, নিজের এলাকায় পোস্টিং পাবেন না পুলিসকর্মীরা

নিজস্ব প্রতিবেদন: পুলিসি নিরপেক্ষতা নিয়ে এবার আরও কড়া হল কমিশন। এবারের নির্বাচনে নিজের এলাকা বা কর্মরত থানা এলাকায় পোস্টিং পাবেন না পুলিসকর্মীরা। ভোটে স্বচ্ছ্বতা ও নিরপেক্ষতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। এতদিন এই ব্যবস্থা ভোটকর্মীদের মধ্যেই চালু ছিল। এবার সেই ব্যবস্থা কার্যকরী হবে পুলিসকর্মীদের ক্ষেত্রেও।

নির্বাচনে পুলিসি নিরপেক্ষতা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলি, পাশাপাশি সরব হয়েছেন রাজ্য়পালও। কমিশনের তরফে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে অভিযোগের সত্যতা মিললে এবার আর বদলি নয়, সোজা সাসপেন্ড। এই ব্যবস্থায় নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ্ব ও নিরপেক্ষতা বজায় থাকবে বলেই মনে করছে কমিশন। 

তৃণমূল মুখোপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, 'এতে তৃণমূলের কোনও সমস্যা নেই। মানুষ তৃণমূলকেই ভোট দেবেন। তবে একজন পুলিস দীর্ঘদিন যে এলাকার দায়িত্বে রয়েছেন তাঁরা এলাকার আইন সম্পর্কে ওয়াকিবহাল। সে ক্ষেত্রে হঠাৎ বদলিতে এলাকায় কোনও সমস্যা হলে সে ক্ষেত্রে কিন্তু রাজ্যসরকার দায়ি নয়। কোন পুলিস থানায় থাকলেন, কে থাকলেন না তাতে ভোটে তৃণমূলের কিছু যায় আসে না।'

.