রণজয় সিংহ: ট্যাবের টাকা জালিয়াতিকান্ডে মালদহ পুলিশের হাতে ধৃত কোচবিহারের দিনহাটার প্রাথমিক শিক্ষক মনোজিৎ বর্মন। কোচবিহারের সিতাই সিংমারী স্টেট প্ল্যান্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনোজিৎ। গত আট বছর ধরে প্রাথমিক স্কুল শিক্ষক হিসেবে কর্মরত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-এবার রাজ্য জুড়েই শীতের আমেজ, দৃশ্যমানতা কমবে হু হু করে! ঠান্ডার প্রথম স্পেল কতদিন স্থায়ী হবে?


পুলিশের প্রাথমিক জেরায় মিলেছে চাঞ্চল্যকর তথ্য। বিভিন্ন ব্যাংকে মনোজিতের নামে অন্তত ২০টি একাউন্ট রয়েছে। নিজে অন্তত আটটি একাউন্টে ট্যাবের টাকা গায়েব করেছে মনোজিৎ। শিক্ষা পোর্টাল হ্যাক করে ছাত্রদের জায়গায় নিজের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর জুড়েছে মনোজিৎ। ধৃতকে আজ তোলা হয় মালদা জেলা আদালতে। ১০ দিনের হেফাজতের নেওয়ার আবেদন জানিয়েছে পুলিস।


অন্যদিকে, ট্যাব কেলেঙ্কারি কাণ্ডে ধৃত সেরাজুল মিয়াকে আদালতের নির্দেশে ১০ দিনের নিজেদের হেফাজতে পেয়ে জিজ্ঞাসাবাদ শুরু করার পর আরও এক যুবককে গ্রেফতার করল মালদা সাইবার ক্রাইম থানার পুলিস। গতকাল রাত্রে কোচবিহারের দিনহাটা এলাকায় হানা দিয়ে মনোজিত বর্মন নামে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়। এদিকে মালদার ট্যাব কেলেঙ্কারিতে জেলা পুলিসের পক্ষ থেকে যে পাঁচটি মামলা রুজু করা হয়েছিল তার মধ্যে দুটি মামলার দায়িত্ব নিল সিআইডি। বাকি তিনটি তদন্ত করছে মালদা জেলা পুলিস।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)