Jalpaiguri: জলপাইগুড়িতে ডাইনোসর? প্রাণীটির ফসিল, ডিম, হাড় দেখে উত্তেজনায় কাঁপছে সকলে...
Dinosaurs in Jalpaiguri: ডাইনোসর অবলুপ্ত হয়ে যাওয়া এক বৃহদাকার মেরুদণ্ডী প্রাণী। এরা প্রায় ১৬ কোটি বছর ধরে পৃথিবীতে রাজত্ব করেছিল। এখন তারা কোথা থেকে এল জলপাইগুড়িতে?
প্রদ্যুৎ দাস: জলপাইগুড়িতে ডাইনোসর? তার ডিম ও হাড়-সহ বিভিন্ন রকমের ফসিল কোথা থেকে এল?জলপাইগুড়ি শহরের এক বেসরকারি স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের সামনে প্রদর্শন করা হল ডাইনোসরের ডিম ও হাড়-সহ বিভিন্ন রকমের ফসিল। এই জিনিসগুলি নিয়ে ছাত্রছাত্রীদের আগ্রহ বাড়াতেই ও এসব বিষয়ে তাদের সচেতন করতেই দুর্লভ জীবাশ্ম ও খনিজের প্রদর্শনীর ব্যবস্থা করে 'জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব'।
এদিকে স্কুলে এমন সব অজানা জিনিসপত্রের প্রদর্শনী হওয়ায় দারুণ উচ্ছ্বসিত ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা। অভিনব এই সচেতনতামূলক প্রদর্শনীতে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক ড রাজা রাউত। তিনি বলেন, প্রদর্শনীর এই খনিজ এবং জীবাশ্মগুলির মধ্যে রয়েছে ডাইনোসোরের ডিম ও হাড়। রয়েছে বিভিন্ন ধরনের ফসিলও। উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য তথা ভারত বিখ্যাত ভৃ-বিজ্ঞানী প্রদীপ সেনগুপ্ত।
মূলত তিনি নিজেই বছরের পর বছর ধরে এই দুর্লভ জীবাশ্ম ও খনিজ পদার্থগুলি সংগ্রহ করেছেন। এই জিনিসগুলির সঙ্গে বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীদের আরও বেশি করে পরিচয় করিয়ে দিতে চান তিনি। যাতে আগামী দিনে বিজ্ঞানের প্রতি তাদের আকর্ষণ আরও বৃদ্ধি পায়।