নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রের নয়া ফরমান। উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হতে চলেছে রাজ্যের প্রায় লক্ষাধিক পড়ুয়া। ইউজিসির নয়া সার্কুলারে দূর শিক্ষা দূরস্ত হতে চলেছে এ রাজ্যে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এ বছর রাজ্যের কোনও বিশ্ববিদ্যালয়েই দূর শিক্ষা বা ডিসট্যান্ট এডুকেশনে ছাত্রছাত্রী ভর্তি করতে পারবে না রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি। ইউজিসির নয়া নিয়ম অনুযায়ী, ডিসট্যান্ট এডুকেশনের আবেদনের জন্য NAAC-র CGPA স্কোর অন্তত ৩.২৬ পয়েন্ট হতে হবে এবং বিশ্ববিদ্যালয়টিকে ৫ বছরের পুরনো হতে হবে।


আরও পড়ুন- ফের হবে সিবিএসই-র দশম শ্রেণির অঙ্ক পরীক্ষা! হবে দ্বাদশ শ্রেণির ইকনমিক্স পরীক্ষাও


যাদবপুর বিশ্ববিদ্যায় বাদে আর কোনও বিশ্ববিদ্যালয়েরই এই পয়েন্ট নেই। অথচ যাদবপুর দূর শিক্ষার কোর্স করায় না। তাই এই সিদ্ধান্তে রীতিমতো ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। বিষয়টিতে রাজ্যের হস্তক্ষেপ দাবি করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়।


এই নির্দেশিকার ফলে তো উচ্চশিক্ষার থেকে বঞ্চিত হবেন অনেক মেধাবী এবং দুঃস্থ পড়ুয়ারাও। তবে কেন এমন নির্দেশিকা?প্রশ্ন তুলছে শিক্ষামহল।