নিজস্ব প্রতিবেদন : ট্রেনের চাকা আটকে বিপত্তি। আটকে গিয়েছে একটি ডিএমইউ লোকালের চাকা। ঘটনাটি ঘটেছে মালদায়। এর জেরে রাত থেকে ব্যাহত ট্রেন পরিষেবা। রাত থেকে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গগামী বিভিন্ন ট্রেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, গ্রেফতারি নয়, মুকুল রায়ের নদিয়ায় যাওয়ার উপর নিষেধাজ্ঞা হাইকোর্টের


জানা গিয়েছে, কাটিহার থেকে আসছিল ডিএমইউ লোকালটি। মালদায় সামসি এবং মালাহার স্টেশনের মাঝে আটকে যায় ডিএমইউ লোকালটির চাকা। যার জেরেই বিপত্তি বাঁধে। ডাউন লাইনে আটকে পড়ে ডিএমইউ লোকালটি। ফলে ডাউন লাইন দিয়ে আর কোনও গাড়ি যাতায়াত করছে না তারপর থেকেই। কেবল আপ লাইন দিয়েই ট্রেন চালানো হচ্ছে।


আরও পড়ুন, 'মিসিং' লাল ডায়েরি, পেনড্রাইভ কোথায়? কী বললেন দেবযানী?


ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছেন রেলের আধিকারিকরা। যুদ্ধকালীন তত্পরতায় পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। তবে এই ঘটনার জেরে রাত থেকে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গগামী অনেক ট্রেন। আটকে পড়েছে দার্জিলিং মেল সহ প্রায় পনেরোটি এক্সপ্রেস ট্রেন। যার জেরে চূড়ান্ত দুর্ভোগের শিকার যাত্রীরা।