ওয়েব ডেস্ক: একতারা। বাংলার লোকসঙ্গীতের সঙ্গে ওতপ্রত ভাবে জড়িয়ে রয়েছে এই তার যন্ত্র। বাউল গানে আলাদা মাত্রা দেয় এই একতারা। অথচ এই একটা তারই কাজ করতে পারে চারটি পৃথক যন্ত্রের। গত ৮ বছর ধরে সেই গবেষণাই করছেন বকখালির বাসিন্দা গৌতম হাজরা। লালন ফকিরের এই গান আজও চিরন্তন। শুধু লালন ফকিরই নন। বাউল সম্রাট পূর্ণদাস বাউল থেকে শুরু করে লক্ষণদাস বাউল কিম্বা কার্তিক দাস বাউলের মত শিল্পীদের কথায় সুর তোলে এই একতারা। কিন্তু জানেন কি যে একতারার একটা তার থেকেই তৈরি হতে পারে চারটে পৃথক যন্ত্রের সুর? বোঝা গেল না তো?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন শিক্ষিকার মারে অপমানিত হয়ে পঞ্চম শ্রেণির ছাত্রের আত্মহত্যার চেষ্টা


কীভাবে এটা সম্ভব হয়? নিজের এই শিল্পকলা স্রেফ চার দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ থাকুক, চান না স্রষ্টা। তাই গৌতমবাবুর আশা, সরকারি সাহায্যে পেল একতারার আরও প্রচার হবে, আরও অনেক মানুষ এই যন্ত্রের বহুমুখী ব্যবহার সম্পর্কে জানবেন। স্বামীকে এই কাজে সাহায্য করতে পেরে খুশি স্ত্রী।একতারায় আরও চারটি যন্ত্রের সুর তুলে গিনেস বুকেও নাম তুলতে চান বকখালির প্রত্যন্ত গ্রামের বাসিন্দা গৌতম হাজরা।


আরও পড়ুন  স্ত্রীর প্রেমিকের হাতে নৃশংস ভাবে খুন স্বামী