নিজস্ব প্রতিবেদন: প্রতরণার অভিযোগে উত্তাল মাথাভাঙা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিসের লাঠিচার্জ। অভিযোগ মাথাভাঙ্গার এক সংস্থার মালিক ডাক্তার আনন্দ ভৌমিক নার্সিং ট্রেনিং দিয়ে চাকরির কথা বলে বেশ কয়েক মহিলার কাছে থেকে চাকরি দেওয়ার নাম করে ৩০-৪০ হাজার টাকা করে নেন। টাকা নেওয়া পর চাকরি দেওয়ার পরিবর্তে গা ঢাকা দেয় ওই মালিক। সোমবার অভিযুক্ত মালিক মাথাভাঙায় আসলে মহিলারা আটকে রেখে বিক্ষোভ দেখায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- গাল ফুঁড়ে বেরিয়ে গেল টুথ ব্রাশ, অস্ত্রোপচারে সুস্থ হলেন মহিলা


খবর পেয়ে মাথাভাঙা থানার পুলিস ওই ব্যক্তিকে উদ্ধার করতে য়ায়। সেইসময়ই পুলিসের সঙ্গে স্থানীয়দের বচসা হয়। পুলিসের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় জনতা। পুলিস ও স্থানীয়দের বেশ কিছুক্ষণ ধস্তাধস্তিও হয়। কয়েকজন  আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। অভিযুক্তকে পুলিস থানায় নিয়ে যায়।


আরও পড়ুন- কেষ্টর ভোকাল টনিক আর দুরন্ত গতিতেই ভরসা দলের, বাড়ছে আরও সাংগঠনিক দায়িত্ব