নিজস্ব প্রতিবেদন: ডোমজুড়ে জুতো কারখানায় বিধ্বংসী আগুন লাগল। ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু একই পরিবারের ৩জনের। আগুন থেকে বাঁচতে তিন তলা থেকে ঝাঁপ দেন আরও দুজন। আটক কারখানার মালিক-সহ আরও ২।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 ভোর তিনটেয় গভীর ঘুমে আচ্ছন্ন অঙ্কুরহাটি। আচমকাই আগুন লেগে যায় ফৈয়াজ আহমেদের জুতোর কারখানায়। নিমেষে আগুন ছড়ায় ওপরের তলায়। দিনকয়েক ধরে ওপরের তলাতেই থাকছিলেন কারখানারই এক কর্মী কমলেশ যাদবের পরিবার।


আরও পড়ুন- বাঁকুড়ায় বালিপাচার রুখতে অভিযানের নেতৃত্বে খোদ মহকুমাশাসক, ধরা পড়ল পাচারকারী


চিকিত্সার জন্য দিন কয়েক আগে কমলেশ যাদবের পরিবার কলকাতায় আসে। কারখানার ওপরের তলার ঘরেই থাকছিলেন তাঁরা। আগুন ছড়াতেই গোটা কারখানা চত্বর ধোঁয়ায় ভরে যায়। দমবন্ধ হয়ে মৃত্যু হয় পরিবারের ৩ সদস্যেরয। আগুন থেকে বাঁচতে তিনতলা থেকে ঝাঁপ দেন কমলেশ ও তাঁর স্ত্রী ইন্দু।  দমকলের ১০টি ইঞ্জিনের চেষ্টায় শেষপর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে পুড়ে ছাই কয়েক লক্ষ টাকার সম্পত্তি। কারখানায় অগ্নিনির্বাপন  ব্যবস্থা ছিল কিনা খতিয়ে দেখছে দমকল ও পুলিস।