নিজস্ব প্রতিবেদন: কাঁপুনি দেওয়া শীতের সঙ্গে পাল্লা দিয়ে ভিড় বাড়ছে ডুয়ার্সে। শীতের ডুয়ার্সের কলকাতাটো বটেই, পর্যটক আসছেন শিলং থেকেও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শীত যেন একটা নেশা। ভুটান পাহাড় থেকে নেমে আসা হিমেল বাতাস সেই নেশাটা উস্কে দিচ্ছে। ঠাণ্ডার খোঁজে লাটাগুড়ির আরও ভিতরে। যেখানে গভীর কুয়াশা, যত দূর যায় আরও ঘন হয়। বেলা বাড়লেও সেই ঘনত্বকে অতিক্রম করতে ভয় পায় শীতের সূর্য। আসল মজা-যেন সেখানেই।  নেশা ধরানো শীতে জবুথবু হওয়ার মজা। শীত ভোগ করতে দঙ্গলে দঙ্গলে পর্যটক পাড়ি দিয়েছে ডুয়ার্সে।


আরও পড়ুন: খুন না মদ্যপানের জেরে দুর্ঘটনা? ইঞ্জিনিয়ার খুনে ক্রমেই বাড়ছে রহস্য


ঘড়ির কাটা বলছে বেলা এগারোটা, গরুমারা বলছে বেলা হতে ঢের দেরি। কিন্তু কুয়াশায়-মেঘে বেলা বয়ে যায়। দিন শেষ হয়ে বিকেল হতে কাঁপুনি বাড়ে।  থোড়াই কেয়ার। বেলা শেষের আগে-বন-পাহাড়,ক্ষণিক দেখা জলদাপাড়ার গণ্ডার বা না চেনা পাখির সেই ডাক জাগিয়ে রাখে আরও কতক্ষণ।


আরও পড়ুন: ''দিদি যা বলবেন, তাই করব''', বললেন নোয়াপাড়ার বিজেপি প্রার্থী


সিকিমে বরফ পড়েছে। ভুটান পাহাড়ের দিকে দিয়ে হু হু করে ঢুকছে বরফ বাতাস।   অভ্যস্ত যাপনে যে উষ্ণতাটার খোঁজ ছিলনা বহুকাল, শীতের ডুয়ার্স যেন সেই উষ্ণতাটাকে মনে পড়াচ্ছে।