দেবব্রত ঘোষ: পরীক্ষা দেওয়ার পর আর দীর্ঘ অপেক্ষা নয়। ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাবে মাত্র ৪ ঘণ্টায়! কীভাবে? হাওড়ায় পাইলট প্রোজেক্টের উদ্বোধন করলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। নিলামের মাধ্যমে দেওয়া হবে গাড়ির ফ্যান্সি নম্বর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গাড়ি এখন কিনে ফেলা যায় সহজেই। কিন্তু গাড়ি চালাতে গেলে লাইন্সেস থাকা আবশ্যক। স্রেফ আবেদন করলেই হবে না, পরিবহণ দফতরের অফিসে গিয়ে গাড়ির চালানোর পরীক্ষা দিতে হয় আবেদনকারীকে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে, তবেই পাওয়া যায় লাইন্সেস। কতদিনে? সরকারি নিয়ম অনুযায়ী, পরীক্ষার দেওয়ার পর পাঁচ কাজের দিনের মধ্যে লাইন্সেস পাওয়ার কথা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তেমনটা হয়নি। অনেক ঘোরাঘুরি করতে হয়। 


আরও পড়ুন: অমর্ত্য সেনকে দেওয়া মুখ্যমন্ত্রীর কাগজ অপ্রাসঙ্গিক! আলোচনা চাইলেন বিশ্বভারতীর উপাচার্য


পরীক্ষা দেওয়ার পরেও কেন হয়রানি? রাজ্যে লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে এবার নয়া পদ্ধতি চালু করতে চলেছে পরিবহণ দফতর। এদিন সাঁতরাগাছি বাস  টার্মিনাসে পাইলট প্রোজেক্ট উদ্বোধনের পর, পরিবহণমন্ত্রী জানান, লাইন্সেসের জন্য় আবেদন করতে হবে অনলাইনে। পরীক্ষার জন্য ডাকা হবে আবেদনকারীকে। পরীক্ষার দেওয়ার ৪ ঘন্টার মধ্যেই লাইসেন্সের কপি চলে আসবে মোবাইলে। ফলে গাড়ি চালাতে কোনও সমস্যা হবে না। এরপর বাড়িতে লাইসেন্সের স্মার্টকার্ড পৌঁছে দেবে পরিবহণ দফতর।



স্রেফ লাইসেন্স নয়, গাড়ির ফ্যান্সি নম্বর দেওয়ার নিয়মও বদলে যাচ্ছে। নিলামে যিনি সর্বোচ্চ দর দেবেন, তাঁকেই ফ্য়ান্সি নম্বর দেবে পরিবহণ দফতর। এমনকী, চাইলে গাড়ি কেনার আগেও বুক করা যাবে ফ্যান্সি নম্বর।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)