ওয়েব ডেস্ক : বাবার অসংযমী জীবনের প্রতিবাদ করায় প্রাণ খোয়াতে হল। এগরায় বাবার হাতেই ছেলে খুন। অভিযোগ, দীর্ঘদিন ধরেই স্ত্রী-ছেলের ওপর অত্যাচার করত অভিযুক্ত। সম্প্রতি দ্বিতীয় বিয়ের তোড়জোড়ও করছিল। প্রতিবাদ করায়, ছেলেকে মেরে কড়িকাঠে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ বাবার বিরুদ্ধে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাড়িতে প্রতিদিন মদের আসর। অসংযমী জীবনযাপন। তারওপর আবারও বিয়ের তোড়জোড় বাবা গৌতম মাইতির। অভিযোগ, এসবেরই প্রতিবাদ করেন সতেরো বছরের যিশু। তার ফল যে এমন হবে, কেউ ভাবতেও পারেনি। অভিযোগ, ছেলেকে বেধড়ক মারধর করে গলায় দড়ি দিয়ে কড়িকাঠে ঝুলিয়ে দেয় বাবা নিজেই। অভিযুক্তের অত্যাচারে মাস ছয়েক ধরে গুরুতর অসুস্থ স্ত্রী, কথা বলার শক্তিও হারিয়েছেন। গুরুতর অসুস্থ স্ত্রীর চিকিত্সা না করিয়ে তাঁকে বাড়িতেই ফেলে রাখে অভিযুক্ত গৌতম মাইতি। মায়ের ওপর হওয়া অত্যাচারের প্রতিবাদ করলেই মারধর করা হত যিশুকে।


পরিবার থেকে প্রতিবেশী, সবার অভিযোগের আঙুল তার দিকে উঠলেও, নির্বিকার অভিযুক্ত। গোটা গ্রাম শোকস্তব্ধ। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শান্তি। আপাতত এই একটিই দাবিতে সরব গোটা গ্রাম।


আরও পড়ুন, ডেঙ্গি আতঙ্কে কাঁপছে শিলিগুড়ি, শহর ঘুরে সচেতনতা প্রচার মেয়র অশোক ভট্টাচার্যের