নিজস্ব প্রতিবেদন: ফের বিবাহ বহির্ভূত সম্পর্কের জের। প্রকাশ্য রাস্তায় ফের ধারালো অস্ত্র দিয়ে যুবককে খুন। ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার এলেনবাড়ি চাবাগানের পাশে রুংডুং এলাকায়। জানা গিয়েছে, মৃত যুবক বাবুলাল ওড়াও (৩০) জলপাইগুড়ি জেলার সরস্বতী পুর চাবাগানের বাসিন্দা। রবিবার রাতে মংপং পুলিস এক যুবকের রক্তাক্ত মৃত দেহ উদ্ধার করে এলাকা থেকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিস। জিজ্ঞাসাবাদের পর খুনের ঘটনা স্বীকার করেছে অভিযুক্ত। জেরায় জানিয়েছে, স্ত্রীর সঙ্গে  সম্পর্ক ছিল বাবুলাল ওড়াও-এর। সেই রোষেই বাবুলালকে মাদক খাইয়ে রুংডুং নদীর ধারে নিয়ে গিয়েছিল অভিযুক্ত। এরপর ধারাল অস্ত্র দিয়ে বাবুলালের গলার নলি কেটে দেয় সে।


আরও পড়ুন: এক সপ্তাহের দ্বিতীয় খুন! বানারহাটে চা বাগানের নালায় উদ্ধার নলিকাটা দেহ


রবিবার ঘটনার প্রাথমিক তদন্তের পর মৃতের পরিবারকে খবর দেওয়া হয়। তাঁরা এসে মৃতদেহ চিহ্নিত করে। পরিবার সূত্রে খবর, এর আগে গরুবাথানে কাজ করতেন ওই যুবক, কিছুদিন আগেই মালবাজার মহকুমার এলেনবাড়িতে এসেছিলেন তিনি। দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবার। সোমবার ময়না তদন্তের জন্য মৃতদেহ কালিম্পং-এ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।