নিজস্ব প্রতিবেদন: প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হওযায় আত্মঘাতী যুবক৷ ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার চম্পাহাটি সাউথ গড়িয়ায়। বাড়ি থেকই কলেজ ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিস। মৃতের নাম সুখেন্দু সরকার (২২)। এদিন সকালেবেলায় নিজের ঘর থেকেই মাফলার জড়ানো অবস্থায় তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। তড়িঘড়ি পরিবারের সদস্যরা বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


কুলবেড়িয়া এলাকার এক কলেজ ছাত্রী জয়িতা নস্করের সঙ্গে বেশ কয়েক বছরের প্রেমের সম্পর্ক ছিল সুখেন্দুর। কয়েক দিন আগেই জয়িতার অন্যত্র বিয়ের কথা জানতে পারে সুখেন্দু, তবে তার সঙ্গে বিয়ে দিয়ে অস্বীকার করে জয়িতার পরিবার। সুখেন্দু চম্পাহাটি সুশীল কর কলেজ থেকে গ্রাজুয়েট কমপ্লিট করেছে সবে মাত্র। জয়িতা ওই কলেজেরই বাংলা অনার্স এর ছাত্রী। সুখেন্দু  ইদানিং পুলিসে চাকরির পরাক্ষা দেওয়ার প্রস্তুতি ও নিচ্ছিল। মৃতের দাদা কৃষ্ণেন্দু সরকারের দাবি, প্রেমের কারণেই আত্মঘাতী হয়েছে তাঁর ভাই সুখেন্দু। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।


আরও পড়ুন: "পারস্পরিক অশ্রদ্ধা থাকলেও সাংবিধানিক দায়িত্ব আগে", মুখ্যমন্ত্রীকে সরাসরি তোপ রাজ্যপালের