অয়ন ঘোষাল: সিগন্যাল ও লাইন রক্ষণাবেক্ষণের জন্য রবিবার হাওড়া-বর্ধমান কর্ড শাখা, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি  শাখা, বর্ধমান-হাওড়া শাখায় একগুচ্ছ ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। বেশ কিছু ট্রেনের সময়সূচিতেও সামান্য রদবদলের সম্ভাবনা। বেশ কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। শুক্রবার রাতে একটি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। নিরাপদ ট্রেন চলাচল এবং যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে এই রক্ষণাবেক্ষণ অতন্ত জরুরি বলে মনে করছে রেল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Bengal Weather: বিশ্বকর্মায় পুজোয় বৃষ্টির সম্ভাবনা? আবহাওয়া দফতরের বড় আপডেট


রক্ষণাবেক্ষণের কাজের জন্য ‘পাওয়ার ব্লক’ অর্থাৎ বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন থাকবে। তাই ওই দিন ট্রেন চলাচল ব্যাহত হবে। আশঙ্কা, রবিবার ছুটির দিন হলেও বহু ট্রেন বাতিলের জেরে ভোগান্তিতে পোহাতে হতে পারে নিত্যযাত্রীদের। রেল সূত্রে খবর, রবিবার যে ট্রেনগুলি হাওড়া থেকে বাতিল থাকবে সেগুলি হল ৩৬৮২৫, ৩৬৮২৭, ৩৭৩১৫ এবং ৩৭৯১৫। বর্ধমান থেকে ৩৬৮৪২ এবং ৩৬৮৪৪, ব্যান্ডেল থেকে বাতিল থাকবে। 


৩৭৫৩৬ এবং ৩৭৫৩৮, নৈহাটি থেকে বাতিল করা হয়েছে। চলবে না ৩৭৫৩৫,এবং ৩৭৫৩৭, তারকেশ্বর থেকে ৩৭৩২৬, কাটোয়া থেকে ৩৭৯২৪ ট্রেন। ডানকুনি থেকে বাতিল থাকবে ৩২২৩২ এবং ৩২২৩৪, শিয়ালদহ থেকে ৩২২৩১ এবং ৩২২৩৩ নম্বরের ট্রেনগুলি। রবিবার রক্ষণাবেক্ষণের কাজের জন্য বেশ কিছু ট্রেনের সময়সূচিতেও সামান্য রদবদল করা হয়েছে।


হাওড়া স্টেশন থেকে ৩৭৩২৮ নম্বর ট্রেনটি সকাল ১১টা ১৫ মিনিটের বদলে সাড়ে ১১টা নাগাদ ছাড়ার কথা। রামপুরহাট স্টেশন থেকে ১২৩৪৮ নম্বর ট্রেনটি বিকেল ৪টে ৪০ মিনিটের বদলে ৫টা ১০ নাগাদ ছাড়বে। এ ছাড়াও বেশ কিছু ট্রেনেরও যাত্রাপথ পরবির্তন করা হয়েছে। এর ফলে যাত্রীদের যে সমস্যার সম্মুখীন হতে হবে তার জন্য আগাম ক্ষমা চেয়ে নিয়েছে রেল।


আরও পড়ুন, Sourav Ganguly: মমতার ডাকে রাজ্যে বড় বিনিয়োগ করতে চলেছেন মহারাজ...


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)