তল্লাশিতে গিয়ে আক্রান্ত পুলিস, ধুন্ধুমার দুর্গাপুরে
স্থানীয় বাসিন্দাদের কথায়, গত দু দিন আগের সপ্তাহেই তৃণমূলের সিন্ডিকেট অফিসে বিজেপির কর্মীরা তালা ঝুলিয়ে দেয়। সেই ঘটনাকে কেন্দ্র করেই এই ঘটনার সূত্রপাত।
নিজস্ব প্রতিবেদন: পুলিস-জনতা যুদ্ধে উত্তপ্ত দুর্গাপুর, ধুন্ধুমার এলাকায়। ভোট পরবর্তী হিংসাই চাগাড় দিচ্ছে বারংবার। জানা গিয়েছে, সোমবার দুর্গাপুর ফরিদপুর থানা এলাকার পাট শ্যাওড়া গ্রামে পুলিস তল্লাসি চালাতে গেলে পুলিসের ওপর চড়াও হয় কয়েকজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি। অভিযোগ এলোপাথারি ইট ছুঁড়তে থাকে ওই দুষ্কৃতি এমনকী বাঁশ দিয়েও বেধরক মারধর করা হয়।
আরও পড়ুন: বিজেপির গোষ্ঠীকোন্দলে অশান্ত বর্ধমান, চলল এলোপাথারি গুলি
ঘটনায় গুরুতর আহত হয় সি আই সমেত তিন পুলিশ কর্মী। মঙ্গলবার সকাল থেকে ডিসিপি-র নেতৃত্বে বিশাল পুলিস বাহিনী টহল দিচ্ছে এলাকায়। স্থানীয় বাসিন্দাদের কথায়, গত দু দিন আগের সপ্তাহেই তৃণমূলের সিন্ডিকেট অফিসে বিজেপির কর্মীরা তালা ঝুলিয়ে দেয়। সেই ঘটনাকে কেন্দ্র করেই এই ঘটনার সূত্রপাত।