নিজস্ব প্রতিবেদন: রাজনৈতিক সংঘর্ষের আঁচ এবার বিশ্ববিদ্যালয়তেও। ইতিমধ্যেই জয় শ্রীরাম স্লোগান এখন শিরোনামের। তর্ক-বিতর্কে জেরবার রাজ্য। এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর বদলি ঘিরে তৈরি হল বিতর্ক। বিজেপির কর্মচারী সংগঠনের অভিযোগ, উপাচার্যের ঘরে থাকা বিশ্ববদ্যালয়ের ওই কর্মী জয় শ্রীরাম বলাতেই তাঁকে হরিণঘাটাতে বদলি করা হয়েছে। যা একেবারেই নিয়ম বিরুদ্ধ বলে প্রতিবাদ জানিয়েছেন বিরোধী দল। ঘটনা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: রাজনৈতিক সংঘর্ষে ধুন্ধুমার আরামবাগ, গুরুতর জঘম ৩


যদিও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই ঘটনা নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি এটা রুটিন বদলি ছিল। এখানে কোনও রাজনৈতিক রঙ নেই। এ ক্ষেত্রে কোনও কর্মচারীর অসুবিধা হলে তাঁকে আবেদন করতে হবে। আবেদন খতিয়ে দেখে গোটা বিষয়টি পুনর্বিবেচনা করা হবে