নিজস্ব প্রতিবেদন: রেশন নিয়ে অশান্তি চলছেই। রেশন না পেয়ে নিমতায় রেশন দোকানে তালা ঝুলিয়ে দিল গ্রাহকরা। আজ সকালে নিমতার ফতুল্লাপুরের মধ্যপাড়ার  ঘটনা।  গ্রাহকদের অভিযোগ, রেশন দোকানের মালিক শেখ সাহাবুদ্দিন সঠিক পরিমানে রেশন সামগ্রী দিচ্ছে না বহুদিন ধরেই। ৪ সপ্তাহের পরিবর্তে ৩ সপ্তাহের সামগ্রী দিচ্ছে। অঞ্চলের বেশিরভাগ মানুষ সংখ্যালঘু হওয়া রমজান মাসে সঠিক ভাবে খাদ্য সামগ্রী না পাওয়া সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। 


এলাকাবাসীর আরও অভিযোগ, রেশন দোকানদারের তরফে অন্য রেশন দোকানে যাওয়ার কথা বলছে। গ্রাহকদের আরও অভিযোগ, ভোর থেকে লাইনে দাড়িয়ে থাকার পর বিকেলে জানানো হচ্ছে মাল দেওয়া হবে না। এরপরই এলাকায় উত্তেজনা ছড়ায়। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিমতা থানার পুলিস। পুলিসকে ঘিরে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। এরপর দোকানের তালা খোলা হলেও বিক্ষোভ দেখাতে থাকে গ্রাহরা। বেশ কিছুক্ষমের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিস।