নিজস্ব প্রতিবেদন: পশ্চিমী ঝঞ্ঝা ও সঙ্গে রাজস্থানে ঘূর্ণাবর্ত। এর জেরে আগামী ২৪ ঘণ্টায় জম্মু-কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঝড় হওয়ার সম্ভাবনা পাঞ্জাব, হরিয়ানা চণ্ডীগড় ও দিল্লিতেও। কিছুটা উত্তরপ্রদেশের পশ্চিমাংশে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


এরপর এই ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্ত ক্রমশ উত্তর-উত্তরপূর্ব দিকে সরবে আগামী ৪৮ ঘণ্টায়। এর জেরে উত্তর প্রদেশ বিহার, সিকিম ও সিকিম সংলগ্ন উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 


আরও পড়ুন: শান্তিনিকেতনে দূষণ রোধে মুখ্যসচিবের নেতৃত্বে কমিটি গড়ল গ্রিন ট্রাইব্যুনাল


কলকাতায় আংশিক মেঘলা আকাশের পূর্বাভাস। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৮. ৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রির বেশি। সর্বোচ্চ তাপমাত্রা গতকাল ছিল ২৮.১, যা স্বাভাবিকের এক ডিগ্রি উপরে। বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৬৪ থেকে ৯৪ শতাংশ।