নিজস্ব প্রতিবেদন : নিয়ন্ত্রণ হারিয়ে সেবকের তিস্তায় পরে গেল একটি ডাম্পার। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, তোলাবাজি ঘিরে ধুন্ধুমার আলিপুরে, মারধর মহিলাদেরও


ডাম্পারটি ওদলাবাড়ির দিক থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেভকের করোনেশন সেতুতে ওঠার আগে প্রথমে রাস্তার রেলিংয়ে ধাক্কা মারে ডাম্পারটি। ধাক্কা মারার পরই রাস্তা থেকে প্রায় ১৫০ ফুট নীচে তিস্তায় গিয়ে পড়ে সেটি। পাহাড়ের খাদে গড়িয়ে পড়ার ফলে দুই টুকরো হয়ে যায় ডাম্পারটি।


আরও পড়ুন, দিনহাটায় ফের গোষ্ঠী সংঘর্ষ, আক্রান্ত যুব তৃণমূল সমর্থক


জানা গিয়েছে, ডাম্পারটিতে দু'জন ব্যক্তি ছিল। দুর্ঘটনার পর থেকে তাঁদের আর কোনও খোঁজ পাওয়া যায়নি। এখনও নিখোঁজ তাঁরা। ওই দুই ব্যক্তি ডাম্পারের নীচে চাপা পড়ে রয়েছেন কি না, সেই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিস।  নিখোঁজ দুই ব্যক্তির খোঁজে তিস্তায় নেমে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে মংপং পুলিশ।