নিজস্ব প্রতিবেদন: দুর্গাপুরের কাঁকসার শিবপুরে অজয় নদের অস্থায়ী রাস্তা জলের তোড়ে ভেসে গেল। শুক্রবার দুপুর থেকে জল বাড়তে থাকে এবং সন্ধ্যার সময় রাস্তা ভেঙে যায়। বিচ্ছিন্ন হয়ে যায় বীরভূম বর্ধমান দুই জেলার যোগাযোগ ব্যবস্থা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বহু মানুষ কর্মসূত্রে দুই জেলায় যাতায়াত করেন এই অস্থায়ী রাস্তা দিয়ে। রাস্তা ভেঙে যাওয়ায় ব্যাপক সমস্যায় তাঁরা। বহু মানুষ এবং গাড়ির যাতায়াত এই রাস্তার উপর দিয়ে। সপ্তাহে দুদিন বীরভূমের অজয় নদের তীরে জয়দেব হাট বসে।


বিদবিহার পঞ্চায়েত সদস্য জানান, টানা বৃষ্টির জলের অস্থায়ী ব্রিজ ভেঙে যাওয়ায় বহু মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। এলাকাবাসীদের আবেদন যাতে করে কিছুদিনের মধ্যেই নৌকা পরিষেবা চালু হয় কিংবা বাঁশের মাচা তৈরি করা হয়।


অজয় নদের উপর তৈরি হচ্ছে স্থায়ী ব্রিজ। আর কয়েক মাস অপেক্ষা। তারপর মানুষের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে বলে জানালেন পঞ্চায়েত সদস্য।