নিজস্ব প্রতিবেদন: কলেজের অস্থায়ী শিক্ষকদের স্থায়ীকরণের সিদ্ধান্ত মানতে নারাজ নেট টেট পিএইচডির পড়ুয়ারা। শিক্ষা দফতরের সিদ্ধান্তের বিরোধীতা করে জেলায় জেলায় ইতিমধ্যেই আন্দোলনে সরব হয়েছেন একাধিক কলেজের গবেষণারত পড়ুয়ারা। মঙ্গলবার ফের আন্দোলনের বসেছেন দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষণারতা পড়ুয়ারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আন্দোলনকারীদের দাবি, সাম্প্রতিক সিদ্ধান্তে ভবিষ্যতে কলেজের অধ্যাপকের চাকরির ক্ষেত্রে অনিশ্চিয়তা প্রকট হয়েছে। প্রতিবাদে কলেজের সামনে দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ চালান তাঁরা।



সোমবারও এই একই ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে উত্তরবঙ্গ। অস্থায়ী শিক্ষকদের স্থায়ীকরণেরর ফলে শূন্য়পদ কমে যাওয়ার আশঙ্কায় গত ১৯ অগাস্ট থেকেই আন্দোলন শুরু করেছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পিএইচডির ছাত্রছাত্রীরা। আন্দোলনকে সমর্থন জানিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন উত্তরবঙ্গের অন্যান্য জেলার গবেষণারত ছাত্র-ছাত্রীরাও। হেঁটেছেন প্রতিবাদ মিছিলেও।


পাশাপাশি একই ছবি ধরা পড়েছে কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়েও। সোমবার অবস্থান বিক্ষোভে বসেন বিশ্ববিদ্যালয়ের নেট-টেটের ছাত্র-ছাত্রীরা। যদিও বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার আব্দুল কাদের সফালির আশ্বাসে সেদিনই পরিস্থিতি স্বাভাবিক হয় এবং অবস্থান তুলে নেন আন্দোলনকারীরা।


আরও পড়ুন: স্বামী বিএসএফ-এ কর্মরত, সেইসুযোগে রাতবিরেতে প্রচুর ছেলে বাড়িতে ঢোকাত দীপা! উঠে আসছে আরও তথ্য


উল্লেখ্য, গত ১৯ অগাস্ট হাওড়ায় প্রশাসনিক বৈঠকে কলেজের অস্থায়ী শিক্ষক-শিক্ষিকাদের জন্য় একাধিক সুযোগ সুবিধার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩ বিভাগের অস্থায়ী শিক্ষকদের এক ছাতার তলায় এনে নতুন নামকরণ করেছেন তিনি। নাম দেওয়া হয়েছে স্টেট এইডেড টিচার। বেতন পরিকাঠামোর পুনঃনির্মাণের পাশাপাশি স্থায়ীকরণের কথাও ঘোষণা করা হয়েছে এই দিন।