নিজস্ব প্রতিবেদন:  ফের ভূমিকম্প। আবারও কেঁপে উঠল অসম। কম্পন অনুভূত হয়েছে উত্তর পূর্বের রাজ্যগুলিতেও।  এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এবারও কম্পন অনুভূত হয়েছে বাংলাতে। মঙ্গলবার সকালে মৃদু কম্পন অনুভূত হয়েছে কোচবিহারে। এদিন সকাল ৯টা ১৭ মিনিটে প্রথম কম্পন অনুভূত হয়। কয়েক সেকেন্ডের  ব্যবধানে ফের কম্পন অনুভূত হয়।  দ্বিতীয় কম্পনটি হয় ৯ টা ২১ মিনিটে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৭।



আরও পড়ুন: রাজ্যে ভূমিকম্পে মৃত্যু, জানুন কোথায় কী ক্ষতি হল


ভূমিকম্পে কেঁপে ওঠে গুয়াহাটি-সহ অসমের বিভিন্ন অংশ।  কম্পন অনুভূত মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড ও মণিপুরেও।  চলতি মাসের প্রথমেই ভূমিকম্পে কেঁপে ওঠে গোটা উত্তরবঙ্গ। কম্পনের কেন্দ্রস্থল ছিল অসমের কোকরাঝাড়। কম্পনের আঁচ এসে পড়ে কলকাতাতেও। সেবার কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫.৫। 


আরও পড়ুন: পশ্চিমবঙ্গে ফের ভেঙে পড়ল সেতু! এক মাসে তিনটে ব্রিজ বিপর্যয়


কম্পন অনুভূত হয়  দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, শিলিগুড়ি, কোচবিহার আলিপুরদুয়ার।  মালদা, মুর্শিদাবাদ ও বীরভূমেও বেশ ভালো মতো কম্পন অনুভূত হয়।  ভূমিকম্পের জেরে শিলিগুড়িতে মৃত্যু হয় এক যুবকের।