নিজস্ব প্রতিবেদন: ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে। কোথা থেকে টাকা আসছে কেউ জানে না।  হতবাক গ্রামবাসীরা  টাকার প্রেরকের নাম বা উৎস  জানতে  উৎসুক। পূর্ব বর্ধমানের কেতুগ্রাম ২ নং পঞ্চায়েত সমিতি এলাকার শিবলুন, বেলুন, তলাড়ি সেনপাড়া, অম্বলগ্রাম,নবগ্রাম, গঙ্গাটিকুরী গ্রামের বাসিন্দাদের অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ থেকে  ২৫ হাজার টাকা করে ঢুকেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- মুক্ত পরিবেশেই মিলবে ‘মনের মানুষ’, কেঁদুলিতে মাইক, কৃত্রিম আলো বন্ধের প্রচারে সাধন দাস


ব্যাঙ্ক কতৃপক্ষ অ্যাকাউন্টে  টাকা  আসার কথা স্বীকার করে বলেন, "কোথা থেকে টাকা এসেছে সঠিক ভাবে বলা সম্ভব নয়।" কেতুগ্রামের  বিধায়ক শেখ শাহনেওয়াজ  বলেন, "প্রধানমন্ত্রী টাকা দেবে বলেছিল হয়ত সেই টাকা এখন অ্যাকাউন্টে ঢুকছে।" কাটোয়ার মহকুমা  শাসক সৌমেন পাল বলেন, "বিষয়টা তদন্ত করে দেখা হবে।"


আরও পড়ুন- টোটো বাড়িয়েছে আয়, কাগজ কুড়িয়েই সংসার চলে গৌরীর


টাকা তুলতে গ্রামবাসীরা ব্যাঙ্ককে ভিড় জমিয়েছে।  সোমবার সকালে শিবলুন গ্রামের এসবিআই-এর কিয়স্কে গিয়ে গ্রামবাসীরা প্রথম জানতে পারে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেদার টাকা ঢুকছে।  ব্যাঙ্ক থেকে সাধারণ প্রশাসন সকলেই অবাক এই অযাচিত  টাকা আসার ঘটনায়।