Suvendu Adhikari: `তালিবান টু চলছে বাংলায়`, পাঁশকুড়ার ঘটনায় তীব্র কটাক্ষ শুভেন্দুর
এভাবেই রাজ্য় সরকারকে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী।
নিজস্ব প্রতিবেদন: তালিবান টু চলছে বাংলায়। এদিন এভাবেই রাজ্য় সরকারকে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। রবিবার পাঁশকুড়ার চাঁপাডালিতে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কনভয় চলে যাওয়ার পর বিজেপি কর্মীদের উপরে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এরপরেই ক্ষোভ উগরে দেন বিজেপি নেতা।
তিনি বলেন, ''একজন কাউন্সিলর, তিনি আক্রান্ত হলেন, মাথা ফাটল। আর ৩৬ ঘণ্টা পরে এল পুলিস। এই ব্যবস্থা পশ্চিমবঙ্গে খুব বিপজ্জনক। তালিবান টু চলছে বাংলায়।''
প্রসঙ্গত, শনিবার 'দুয়ারে সরকার' অনুষ্ঠানে গিয়ে আক্রান্ত হন পাঁশকুড়ার ১৮ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সুকুমার ভুঁইয়া। তাঁর উপরে হামলার অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। রবিবার রাত ৮টা নাগাদ তাঁর বাড়িতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কনভয় চলে যাওয়ার পরই তাঁদের উপরে হামলা করা হয় বলে অভিযোগ।
আরও পড়ুন, Afghanistan: অবশেষে দেশে ফেরা, দিল্লি হয়ে কলকাতায় পৌঁছলেন নিমতার তমাল ভট্টাচার্য
বিজেপির (BJP) দাবি, তাদের অন্তত ১০ জন কর্মী জখম। বিজেপি নেতা কনিষ্ক পণ্ডা বলেন,'পরিকল্পিতভাবে শুভেন্দু অধিকারীর উপরে হামলার চেষ্টা করেছিল তৃণমূল। তাঁকে না পেয়ে মারধর করেছে বিজেপি কর্মীদের। বাইক ভাঙচুর করা হয়েছে।'
এদিন সুজন চক্রবর্তী বলেন, ''শুভেন্দু অধিকারী বা সায়ন্তন বসুরা যে ভাষায় কথা বলছেন তাতে বাস্তবতার কোনও জায়গা নেই। তালিবানি শাসন সম্পর্কে কোনও ধারণা নেই বলেই এই ধরণের কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে শায়ন চালাচ্ছেন তাতে মোদীর সঙ্গে তুলনা করা যায়। কিন্তু তালিবান টু বললে বাস্তবতা অস্বীকার করা হয়। তালিবানরা মহিলাদেরই অধিকার দেন না। সুতরাং, এ ধরণের কথা বিভ্রান্তিকর।''
কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, ''এটা বলাটা ঠিক নয়। কারণ তালিবান সম্পূর্ণ আলাদা। এদের কোনও রাজনৈতিক কাজ নেই। এটা ঠিক পশ্চিমবঙ্গে আইন দুর্বল।''