দেবব্রত ঘোষ: বহু লোকাল ট্রেনে রয়েছে ঘোষণার ব্যবস্থা। ট্রেনের গন্তব্য, পরবর্তী স্টেশন কোনটি, মেট্রো রেলের মতো সব তথ্য মেলে ওই ঘোষণা থেকে। এবার আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে পূর্ব রেল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রেল সূত্রে খবর, সোমবার থেকেই ট্রেনের কামরায় বসছে এলইডি টিভি। এই পরিষেবা প্রথম চালু করা হচ্ছে হাওড়া-বর্ধমান লোকালে। পরে ক্রমাগত আরও ৫০টি ট্রেনে বসানো হবে এলইডি টিভি।


পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, ট্রেনের প্রতিটি কামরায় ৪টি করে ২৮ ইঞ্চির টিভি বসানো হবে। এর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে একটি বেসরকারি সংস্থাকে। টিভিতে সম্প্রচারিত অনুষ্ঠানের ৭০ শতাংশ থাকবে ওই সংস্থার অনুষ্ঠান। বাকী ৩০ শতাংশ অনুষ্ঠানে থাকবে রেলের তথ্য সম্বলিত তথ্য। তবে মূল অনুষ্ঠানগুলি হবে যাত্রীদের মনোরঞ্জনের কথা মাথায় রেখে।


কী থাকবে ওইসব অনুষ্ঠানে? রেল সূত্রে খবর, যেমন পরের স্টেশন কোনটা। কোন স্টেশনে ট্রেন থামবে। এছাড়াও যাত্রী সুবিধার্থে প্রচার করা হবে আরও বহু তথ্য। ওইসব অনুষ্ঠান থেকে পূর্ব রেলের আয় হবে বছরে ৫০ লাখ টাকা। আপাতত ৫ বছরের জন্য ওই বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করেছে রেল। অর্থাত্ ৫ বছরে রেলের ঘরে ঢুকবে আড়াই কোটি টাকা।


আরও পড়ুন-SSC Scam: এসএসসি দুর্নীতির টাকা হাওয়ালার মাধ্যমে গিয়েছে বাংলাদেশে! টেক্সটাইল কোম্পানিকে নোটিস ইডির


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)