জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সন্দেশখালিকাণ্ডে এবার আরও কড়া ইডি। সন্দেশখালিকাণ্ডে হাইকোর্টের দ্বারস্থ ইডি। সন্দেশখালিতে তাদের উপরে হামলা নিয়ে এবার হাইকোর্টে মামলা ইডির। ইডির অভিযোগ, "রেশন দুর্নীতির মামলায় তল্লাশি করতে গিয়ে হামলার মুখে পড়েন ইডি অফিসাররা। উলটে ইডির অফিসারদের বিরুদ্ধে পুলিস এফআইআর করেছে বলে আমরা শুনতে পাচ্ছি। সব সংবাদমাধ্যমে এটা প্রচার হচ্ছে। আমরা বসিরহাট কোর্টেও খোঁজ নিয়েছি। কিন্তু সেখানেও এমন কোনও এফআইআর কপি যায়নি। ওয়েবসাইটে আপলোড করা হয়নি। উলটে প্রতিদিন আমাদের অফিসে পুলিস খোঁজ করছে, কোন কোন অফিসার সেদিন সেখানে গিয়েছিল। আমাদের আশংকা তাদের নামেও নতুন অভিযোগ দায়ের করা হবে হেনস্থার জন্য।" ইডির আবেদনের ভিত্তিতে বিচারপতি জয় সেনগুপ্ত মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। বৃহস্পতিবার শুনানি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রসঙ্গত, সন্দেশখালিকাণ্ডে ইতিমধ্যে আসরে স্বরাষ্ট্রমন্ত্রকও। রাজ্য়ের কাছে রিপোর্ট তলব করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। ঠিক কী ঘটেছিল সেদিন? এখনও পর্যন্ত কতজন ধরা পড়েছে? অভিযুক্তদের বিরুদ্ধে কোন ধারায় মামলা দায়ের করা হয়েছে? যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার রেশন দুর্নীতিকাণ্ডে সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহাজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে হামলার মুখে পড়েন ইডি আধিকারিকরা। মাথা ফাটে ইডি অফিসারের। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ জন। তদন্তে গিয়ে ইডি অফিসারদের আক্রান্ত হওয়ার ঘটনার প্রেক্ষিতে কলকাতায় ছুটে আসেন ইডি-র ডিরেক্টর রাহুল নবীনও। মঙ্গলবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে প্রথম ইডি-র স্পেশাল ডিরেক্টর ও সমস্ত মামলার তদন্তকারীরা অফিসারদের সঙ্গে বৈঠক করেন তিনি। দ্বিতীয় পর্যায়ে বৈঠকে যোগ দেন এনআইএ, আয়কর দফতর, সিআরপিএফ ইত্যাদি বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরাও। বৈঠকে ইডি ডিরেক্টর রাহুল নবীন বার্তা দেন, 'ভয় না পেয়ে নির্ভয়ে তদন্ত করুন।' পাশাপাশি রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গেও আলাদাভাবে প্রায় ৪৫ মিনিট বৈঠক করেন রাহুল নবীন। সঙ্গে ছিলেন ইডি-র স্পেশাল ডিরেক্টর ও অ্যাডিশনাল ডিরেক্টরও।


তবে ঘটনার পর ৫ দিন পেরিয়ে গেলেও এখনও অধরা শেখ শাহজাহান। এই পরিস্থিতিতে আজ থেকেই শাহজাহানের বাড়ির সামনে ধামাখালি রোডে বাস, চারচাকা সব গাড়ি থামিয়ে নাকা চেকিং শুরু হয়েছে। ইডি অফিসার ও সাংবাদিকদের উপর যারা হামলা চালায়, তাদেরকে কাউকে রেয়াত করা হবে না। অভিযুক্তদের সবাইকে গ্রেফতার করা হবে। ডিজির এই ঘোষণার পরই পুলিসের তৎপরতা বেড়ে গিয়েছে। মঙ্গলবার থেকেই বাসন্তী রোডে নাকা চেকিং শুরু হয়। এরপর আজ সকাল থেকে শাহজানের বাড়ি সন্দেশখালির আকুঞ্জি পাড়ার সামনে ধামাখালি রোডে সমস্ত চারচাকা গাড়ি, এমনকি বাস থামিয়েও চলে নাকা চেকিং। উত্তর ২৪ পরগনা থেকে সুন্দরবনের দিকে যাতায়াত করতে একমাত্র এই ধামাখালি রোড ব্যবহার করতে হয়। তাই ওই ঘটনায় জড়িতরা যাতে সুন্দরবন দিক থেকে পালিয়ে যেতে না পারে, তারজন্য-ই তৎপর পুলিস, চলছে নাকা চেকিং। 


আরও পড়ুন, Audi Car Hit: শহরে বেপরোয়া বিলাসবহুল গাড়ি, তীব্র গতিতে ট্যাক্সি-ভ্যানচালককে ধাক্কা অডির!



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)